ভিবি নিউজ ডেস্কঃ গতকাল ১৪ ডিসেম্বর ২০২০ ইং
শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ মাইন উদ্দিন পাঠানের সভাপতিত্বে
সভায় বর্তমান অধ্যক্ষ প্রফেসর মাহবুবুল করিম, সাবেক অধ্যক্ষ প্রফেসর এ এফ সামসুদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার ও আবুল বাশার বশির মাস্টার, ‘আমরা ক’জন মুজিব সেনা’র কেন্দ্রীয় সভাপতি এ এফ জসিম উদ্দিন আহমেদ, বিএমএ জেলা সভাপতি ডাঃ আশফাকুর রহমান মামুন, লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোঃ হুমায়ুন কবির, লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম ভূঁইয়া প্রমুখ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
‘আমরা ক’জন মুজিব সেনা’ নামক স্বেচ্ছাসেবী সংগঠন আলোচনা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে।