সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরে কর্মী ও জনবান্ধব নেতা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট নুরউদ্দিন লক্ষ্মীপুরের কমলনগরে জনপ্রিয়তার শীর্ষে আ’লীগ নেতা মোঃ নিজাম উদ্দিন লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ঘোষণা শ্রেষ্ঠ ওসি মোসলেহ্ উদ্দিন,শ্রেষ্ঠ টিআই সাজ্জাদ কবির বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কর্তৃক চট্রগ্রাম উত্তর জেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজারে একটি পুলিশ তদন্ত কেন্দ্র আবশ্যক, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এলাকা বাসির দাবী লক্ষ্মীপুরের কৃতিসন্তান আনোয়ারুল হক ছলেমা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান কামাল ফার্মারের ৫১ তম জন্মদিনে তিনি সকলের আশির্বাদ /দোয়া প্রার্থী পশ্চিম লক্ষ্মীপুরের কবির হোসেন কে হুমকি ধমকি দেওয়ায় রুবেল পাটোয়ারী গং দের বিরুদ্ধে সাধারন ডায়রি লক্ষ্মীপুরে মোখার পরিস্থিতি অবলোকনে উপকূলীয় অঞ্চলে পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ লক্ষ্মীপুরে ডাবল মার্ডার মামলায় জিহাদীকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশ সুপারের প্রেস  ব্রিফিং রামগঞ্জে বোনের বাল্যবিয়ের প্রতিবাদ করায় ভাই কারাগারে? রামগঞ্জে বোনের বাল্যবিয়ের প্রতিবাদ করায় ভাই কারাগারে? লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারে বিকাশ সরকার কে রক্তাক্ত জখম করার বিষয়ে সোহাগের বিরুদ্ধে থানায় অভিযোগ লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে ছোট ভাইয়ের বৌকে যৌন হয়রানি করার বিরুদ্ধে ভাসুর দীপনেরৃ প্রতিবাদ লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে দীপন কর্তৃক প্রবাসী ছোট ভাইয়ের স্ত্রী কে যৌন হয়রানির অভিযোগ লক্ষ্মীপুরের রামগঞ্জে ডাবল মার্ডার বিষয়ে পুলিশ সুপারের প্রেস ব্রিফিং
লক্ষ্মীপুরে বীর মুক্তিযোদ্ধা রফিকুল হায়দারের বীরত্বের স্বীকৃতি চায় এলাকাবাসী

লক্ষ্মীপুরে বীর মুক্তিযোদ্ধা রফিকুল হায়দারের বীরত্বের স্বীকৃতি চায় এলাকাবাসী

ভিবি নিউজ-বীর মু‌ক্তি‌যোদ্ধার বীর‌ত্বের স্বীকৃ‌তি চায় এলাকাবাসী। জানাযায় লক্ষ্মীপুর-কালীবাজার-বাসুবাজার-‌মিরগঞ্জ আঞ্চলিক সড়‌কের নাম ‘র‌ফিকুল হায়দা‌র সড়ক’ নামকরণ করার জন্য অনেক দিন যাবৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানিয়ে আসার পরেও জনগণের এদাবী বাস্তবে প্রতিফলিত না হওয়ায় দুঃখ প্রকাশ করে আমাদের এপ্রতিবেদক কে বীর মুক্তিযোদ্ধার ছোট ভাই রাজ্জাকুল হায়দর চৌধুরী যিনি নিজেও একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি আরো বলেন

মরহুম র‌ফিকুল হায়দার চৌধুরী একাত্ত‌রের রণাঙ্গ‌নের একজন লড়াকু সৈ‌নিক,মু‌ক্তিযু‌দ্ধের বি‌শিষ্ট সংগঠক,‌খ্যা‌তিমান শিক্ষা‌বিদ ও সমাজ‌সেবী। তাঁর অসংখ্য ছাত্র-ছাত্রী, সহ‌যোদ্ধা‌ ও গুণগ্রাহীবৃন্দ‌কে এই যৌ‌ক্তিক দা‌বি‌টির প‌ক্ষে সোচ্চার হওয়ার অাহ্বান জানান তিনি।

এবিষয়ে লক্ষ্মীপুর জেলা জজ আদালতের আইনজীবী বেলায়েত বেলাল বলেন,
চল্লিশ বৎসরেরও বেশি সময় ধরে বিজয় নগর স্কুলের শিক্ষক /প্রধান শিক্ষক হিসাবে হাজার হাজার শিক্ষার্থী উনার নিকট থেকে শিক্ষা নিয়ে সমাজের বিভিন্ন স্তরে আজ প্রতিষ্ঠিত।
একাত্তরের রণাঙ্গনের সাহসী কমান্ডার, লক্ষীপুরের বীরপুরুষ রফিকুল হায়দার চৌধুরী’র নামে রাস্তার নামকরণ করার দাবি দীর্ঘদিন থেকে উচ্চারিত হচ্ছে কিন্তু অদ্যাবধি বাস্তবায়ন হয় নাই। যিনি জীবনের ৫০ বছর কাল সততা ও নৈতিকতার সহিত রাজনীতি চর্চা করেছেন, জেলা পর্যায়ে রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়েছেন, মানুষের কল্যাণে কাজ করেছেন, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মক্তব প্রতিষ্ঠা করেছেন, হাজার হাজার ছাত্র কে সুশিক্ষায় শিক্ষিত করেছেন এবং মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে বিজয়নগর- কালিবাজার থেকে লক্ষীপুর পর্যন্ত রাস্তা জনগণকে নিয়ে স্বেচ্ছাশ্রমে নির্মাণ করেছেন, সারাটি জীবন যিনি অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, ন্যায় ও সত্যের পক্ষে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন, এই মহান ব্যক্তিত্বের নামে একটি রাস্তার নামকরণ করতে কৃপনতা কেন ? এই রকম অবক্ষয় রাজনীতি ও সামাজিক অঙ্গনের জন্য অশনি সংকেত।