লক্ষ্মীপুরে ফ্রি-গাড়ী দিয়ে রোগীদের সেবা দিচ্ছেন আ’লীগ নেতা বাক্কিবিল্লাহ

ভি বি রায় চৌধুরী- সারা বিশ্বে আতঙ্কিত মহামারী করোনাভাইরাসে গৃহবন্দী পরিবারের কেউ অসুস্থ হয়ে ঘরে পড়ে যেন কষ্ট না পায় তার জন্য রায়পুর পৌরবাসীর কল্যানে সম্পূর্ণ বিনামূল্যে জরুরী গাড়ী সেবা নিয়ে একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছেন লক্ষ্মীপুর জেলা আ’লীগের সদস্য ও রায়পুর পৌর আওয়ামীলীগের আহ্বায়ক আলহাজ্ব কাজী জামশেদ কবির বাক্কিবিল্লাহ।

তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তাকে সাধুবাদ জানিয়ে বলেন, আ’লীগ সরকার দেশের এই ক্রান্তিলগ্নে প্রতিটি অসহায় পরিবারের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন ত্রান-সাহায্য।
কিন্তু সরকারের পাশাপাশি আমরা যারা স্থানীয় নেতৃবৃন্দ আছি সকলে যদি বিভিন্ন সেবামূলক কার্যক্রম নিয়ে এগোতে পারি তাহলে হয়তো মহান সৃষ্টি কর্তা আমাদের সর্বপ্রকার দূর্যোগ মোকাবেলায় নিরাশ করবেন না।

তিনি আরও বলেন, আমি দেখেছি আমাদের লক্ষ্মীপুর, রায়পুরে বিভিন্নজন বিভিন্ন ভাবে বর্তমান পরিস্থিতি মোকাবেলায় কাজ করে যাচ্ছেন কিন্তু পরিবহন সেবাদান অতীব গুরুত্বপূর্ণ তাই আমি এই উদ্যোগ গ্রহন করেছি।
তার এই মহতি উদ্যোগে তার সাথে রয়েছেন এক ঝাঁক তরুন স্বেচ্ছাসেবী দল।

এই ফ্রি-পরিবহন সেবায় অংশ গ্রহন করেছেন জনাব জামশেদ কবির বাক্কি বিল্লাহের বড় ভাই রায়পুর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র, কাজী নাজমুল কাদের গুলজার, তার ছোট ভাই হারুনুর রশিদ, রায়পুর পৌর আ’লীগের সদস্য পীরজাদা সোহরাব মিশরী সহ অনেকেই।

সর্ব সাধারনের অবহিত করনে জরুরী প্রয়োজনে নিন্মের নাম্বার গুলোতে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে:
আলহাজ্ব কাজী জামশেদ কবির বাক্কিবিল্লাহ-০১৭১১০১২৪৮৩,
কাজী নাজমুল কাদের গুলজার ০১৭১২১৩২২৩৭,
হারুনুর রশিদ-০১৭৩১৭৮৩৩৩২,
পীরজাদা সোহরাব মিশরী ০১৭২১৯৪১৯৩৩,

সরজমিনে ঘুরে এসে আমাদের এপ্রতিবেদক জানান, আসছে পবিত্র মাহে রমজানে ১ম রমজান থেকে ৯ম রমজান পর্যন্ত রায়পুর পৌর শহরের প্রতিটি ওয়ার্ডের অসহায় মানুষদের সহায়তায় নামবেন জামশেদ কবির বাক্কিবিল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *