লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

মুহাম্মাদ মনজুর হোসাইন, লক্ষ্মীপুর:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মানবতার মানস কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে লক্ষ্মীপুরে সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে জেলা শ্রমিক লীগ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা শ্রমিক লীগের নিজস্ব অর্থয়ানে লক্ষ্মীপুর পৌরসভার সাহাপুর এলাকায় সরকারি শিশু পরিবারের প্রায় শতাধিক এতিম শিশুদের মাঝে এ খাবার বিতরণ করা হয়।

জেলা শ্রমিক লীগের আহবায়ক মামুনুর রশিদের সভাপতিত্বে খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক মাসুম ভূঁইয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ মান্না, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলব ও পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন। লক্ষ্মীপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জসিম উদ্দিন।

জেলা শ্রমিক লীগের যুগ্ন-আহবায়ক ইউসুফ পাটোয়ারীর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য মাহাবুবুল হক মাহবুব, শিশু পরিবারের উপ- তত্বাবধায়ক মো:আব্দুল আজিজ মাহবুব,অফিস সহায়ক মো: ইদ্রিস আলী সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহবায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, চন্দ্রগঞ্জ থানা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, পৌর নিমার্ণ ও শ্রমিক লীগের সভাপতি মনির মিয়া নিমার্ণ শ্রমিক লীগের পৌর যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ ফরাজীসহ আওয়ামী লীগের বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

উক্ত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর সুদীর্ঘ সুস্থ জীবন ও সাফল্যমণ্ডিত জীবনের জন্য দোয়া কামনা করে আলোচনা করেন নেতৃবৃন্দগণ।

খাবার বিতরণ শেষে কেক কেটে রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জম্মদিন উদযাপন করেন দলীয় নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *