লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর উপহার পেলো সেলুন ও দোকান কর্মচারিরা

ভিবি নিউজ

সারা বিশ্বে আতঙ্কিত মহামারী করোনাভাইরাস সঙ্কটে স্থবির হয়ে পড়া জনগণের পাশে এসে দাড়িয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশব্যাপী তৃণমূলে প্রতিটি ওয়ার্ডে এই কার্যক্রম অব্যাহত রেখেছেন।
তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুরের কর্মহীন ১৪০ জন সেলুন শ্রমিক ও ৩০০ জন দোকান শ্রমিককে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী দেয়া হয়েছে। সোমবার দুপুরে শহরের কালেক্টরেট স্কুল প্রাঙ্গন ও জেলা স্টেডিয়াম মাঠে পৃথক ভাবে এ উপহার দেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সফিউজ্জামান ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক শাহিদুল ইসলাম, আরডিসি রুমন দে, সহকারি কমিশনার (নেজারত) মো. বনি আমিন।

জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেন, করোনা ভাইরাসের কারনে লকডাউন থাকায়, এসব পেশার মানুষ কর্মহীন। তাদের উপহার হিসেবে প্রধানমন্ত্রী এ খাদ্যসামগ্রী দিয়েছেন। এর আগেও অন্যপেশার মানুষকেও এ উপহারের আওতায় আনা হয়েছে। আগামীতেও প্রধানমন্ত্রীর উপহার বিতরন অব্যহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *