লক্ষ্মীপুরে পৌর মেয়র কর্তৃক মাসব্যাপী পরিছন্ন শহর রুপান্তরের ঘোষণা

ভিবি নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুর পৌরসভাকে পরিচ্ছন্ন শহর হিসেবে রুপান্তরিত করতে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে লক্ষ্মীপুর পৌরসভার সফল মেয়র আবু তাহের। এ কর্মসূচির অংশ হিসেবে গত মঙ্গলবার সকালে পৌর কর্মচারীদের সাথে নিয়ে ঝাড়ু হাতে সদর হাসপাতালের আঙ্গিনা পরিচ্ছন্নতার কাজে লিপ্ত হন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের।

এ সময় গণমাধ্যমকর্মীদের মেয়র জানান, সবাইকে স্ব স্ব কার্যালয় পরিস্কার রাখতে উদ্বুদ্ধ করাসহ পরিচ্ছন্ন শহর গড়া এবং করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় এসব কর্মসূচি গ্রহন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আবদুল গফফার, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন, পৌরসভার প্যানেল মেয়র (১) কামাল উদ্দিন খোকন, প্যানেল মেয়র (২) উত্তম দত্ত, কাউন্সিলর আবুল খায়ের স্বপন, জহিরুল ইসলাম শিমুল, জেলা পরিষদের পরিছন্ন ও নির্ভিক সদস্য মাহবুবুল হক মাহবুবসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *