মিজানুর শামীমঃ লক্ষ্মীপুরের জকসিন বাজার এলাকা থেকে চেক প্রতারণার দায়ে পৃথক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ১৮ জুন সোমবার দুপুরে সদর থানার উপপরিদর্শক মোতাহের হোসেন অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মোঃ জহির হোসেন (৪৮) লক্ষ্মীপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের আটিয়াতলী এলাকার মৃত রাজাকুল হায়দারের পুত্র।
নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মোঃ জহির হোসেনের বিরুদ্ধে ২০১৬ ও ২০১৭ সনে চেক প্রতারণার অভিযোগে আদালতে পৃথকভাবে দুইটি মামলা হয়। এতে ৪২৭/১৬ নং চেক প্রতারণার সিআর মামলায় ছয় মাস ও অন্য চেক প্রতারণার সিআর ৩৭০/১৭ নং মামলায় একবছর ছয় মাসের সাজা হয়। এবং উক্ত আসামিকে উভয় মামলায় মাননীয় আদালত ৪৯’০০’০০০/ (ঊনপঞ্চাশ লক্ষ) টাকাও জরিমানা করে।
এব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক মুঠোফোনে বলেন, জেলার সম্মানিত পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান মহোদয়ের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধায়নে লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীন মহোদয়ের নের্তৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় আদালত থেকে পৃথক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামিকে সদর থানার জকসিন বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করি এবং গ্রেপ্তারকৃত আসামিকে আজই জেলা কারাগারে পাঠানো হয়।