ভিবি নিউজ ডেস্ক: ১৪ই জানুয়ারি ২০২২ ইং তারিখ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) লক্ষীপুরের তত্ত্বাবধানে পরিচালিত “পুনাক চিত্রাংকন ও সংগীত শিক্ষাকেন্দ্রের” শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, যিনি প্রধান উপদেষ্টা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), লক্ষ্মীপুর ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান, সহ-সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), লক্ষ্মীপুর মৌমিতা সাহা রিংকি, সাধারণ সম্পাদিকা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), লক্ষ্মীপুর মুইসাংউ মারমা, সাংগঠনিক সম্পাদিকা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), লক্ষ্মীপুর সাবিহা মিমতানুর, প্রশিক্ষণ সম্পাদিকা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), লক্ষ্মীপুর সালমা মোনায়েমসহ পুনাকের অন্যান্য সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) পলাশ কান্তি নাথ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন লক্ষ্মীপুর পুনাকের সহ-সভানেত্রী মৌমিতা সাহা রিংকি, সাধারণ সম্পাদিকা মুইসাংউ মারমা। সম্মানিত প্রধান অতিথি জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পুনাক সদস্য, অভিভাবক, শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন পুনাক একটি ঐতিহ্যবাহী সংগঠন। বিভিন্ন গঠন মূলক কর্মকান্ড এবং সামাজিক বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে পুনাক বিভিন্ন মহলে প্রশংসিত। লক্ষ্মীপুর পুনাক, পুলিশ সদস্যের সন্তানদের জন্য চিত্রাংকন ও সঙ্গীত শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করায় পুনাকের সভানেত্রীসহ সকলকে তিনি ধন্যবাদ জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, পুনাক চিত্রাংকন ও সঙ্গীত শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীরা প্রশিক্ষণের মাধ্যমে সুশিক্ষিত হয়ে ধর্মান্ধতা, অপসংস্কৃতি, কুসংস্কার দূরে ঠেলে একটি উদার, গঠনমূলক সমাজ নির্মাণ করবে যা এদেশের সাংস্কৃতিক ঐতিহ্য। পরিশেষে তিনি আয়োজনের সাথে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে লক্ষ্মীপুর পুনাক চিত্রাংকন ও সঙ্গীত শিক্ষা কেন্দ্রের শুভ উদ্বোধন ঘোষণা করেন।