লক্ষ্মীপুরে পুনাকের উদ্যেগে শীতবস্ত্র বিতরন

ভি বি রায় চৌধুরী -কন কনে শীতে শীতার্ত মানুষ, সেই মানতা সম্প্রদায় জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছে লক্ষ্মীপুর জেলা পুলিশ।

সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার মজুচৌধুরী হাট এলাকায় ‘মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন স্কুল’ সংলগ্ন বসবাসরত মানতা সম্প্রদায় ও ছিন্নমূল মানুষগুলো মাঝে প্রায় তিন শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

লক্ষ্মীপুরে কেন্দ্রীয় পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরীর পক্ষে লক্ষ্মীপুর মডেল থানাধীন মেঘনার তীরে মজুচৌধুরী ঘাট এলাকার অসহায়, গরীব ও বেদে পল্লীতে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), লক্ষ্মীপুর এর সভানেত্রী, সেলিনা মাহফুজ ও লক্ষ্মীপুরের পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ।

এসময় লক্ষ্মীপুর পুনাক সভানেত্রী বলেন শীতার্ত মানুষের প্রতি সহানুভূতি ও মমতা নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাই এদেশের প্রতিটি মানুষ যেন স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে। আমরা বৃদ্ধ এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে সবসময় দাঁড়াতে চাই।
জানাযায় ৩০০ জন দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

এসময় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মংনেথোয়াই মারমা, ডিআইও-১ একেএম আজিজুর রহমান মিয়া, ওসি ডিবি, সাহাদাত হোসেন টিটো, টিআই (প্রশাসন) প্রবীর কুমার দাস, অফিসার ইনচার্জ, লক্ষ্মীপুর মডেল থানা মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *