লক্ষ্মীপুরে পিয়ারাপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে প্রচার প্রচারণায় এগিয়ে মেম্বার প্রার্থী বেল্লাল
- আপডেটের সময়
Friday, October 9, 2020
-
983 কতজন পড়েছেন
লক্ষ্মীপুর প্রতিনিধি – আমজাদ হোসেন -লক্ষ্মীপুর সদর উপজেলার ১৭নং ভবানীগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উপনির্বাচনে আলোচনা ও প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছে আবদুল কাদের মিঝি বাড়ির মরহুম আবদুর রহিম এর ছেলে টিউবওয়েল মার্কা মেম্বার পদ প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান ( বেল্লাল) । প্রচার প্রচারণা চালানোর সময় টিউবওয়েল মার্কা প্রার্থী বেল্লাল গণমাধ্যমকর্মীদেরকে বলেন, আমার ৯নং ওয়ার্ডে ভোটার সংখ্যা হলো ২৫৭৫ জন । তার মধ্যে থেকে পুরুষ ভোটারের সংখ্যা ১৩৪৫ জন, আর মহিলা ভোটার সংখ্যা ১২৩০ জন । আমি ইনশাআল্লাহ আশাবাদী আমার ওয়ার্ডের ভোটাররা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন । এটা আমার বিশ্বাস । আর আমি নির্বাচিত হলে আমার ওয়ার্ডের জরাজীর্ণ রাস্তাঘাট গুলো পরিষদের সহযোগিতা নিয়ে সংস্কার করবো, সারাক্ষণ জনগণের কল্যাণে কাজ করবো, এলাকাতে উন্নয়নমূলক যত কাজ আছে সবগুলো কাজ করার চেষ্টা করবো । জনগনের বিপদে আপদে তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ ।