লক্ষ্মীপুর থেকে ভি বি রায় চৌধুরী -লক্ষ্মীপুর সদর উপজেলাধীন চররমনী মোহন ইউনিয়নের অন্তর্গত পরিতাক্ত কোল্ড স্টোরের ভিতরে পারুল আক্তার নামীয় এক রমনীকে ৬ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখ সকাল ৯ ঘটিকা হইতে ৮ ফেব্রুয়ারি ২০২৩ ইং বিকাল আনুমানিক ৫ ঘটিকার মধ্যবর্তী যে কোন সময়ে কে বা কাহারা হত্যা করিয়া লাশ ফেলিয়া রাখিয়া যায়।
উক্ত ঘটনায় লক্ষ্মীপুর মডেল থানায় একটি হত্যা মামলা রুজু হয় যাহার নং-১৪, তারিখ ৮/২/২০২৩ ইং, ধারা-৩০২/২০১ দঃ বিঃ।
মামলা রুজু হওয়ার পরবর্তী সময় হইতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর সার্বিক সহযোগিতায় উক্ত ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন সহ ঘটনার সহিত জড়িত ০২ জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার কৃত ১ নং আসামী মোঃ দেলোয়ার হোসেন (৩৩) পিতা মৃত আবু তাহের, মাতা-খতিজা বেগম,সাং -মধ্য চর রমনী মোহন,৭ নং ওয়ার্ড, ইউপি চর রমনীমোহন,,থানা ও জেলা-লক্ষ্মীপুর। ২ নং আসামী মোঃ জাহাঙ্গীর সর্দার(৩৯) পিতা মৃত মোঃ মজিবুল সর্দার,মাতা মোসাঃ ফুলবানু,সাং – চর রমনীমোহন, ৬ নং ওয়ার্ড চর রমনীমোহন, থানা ও জেলা -লক্ষ্মীপুর। আসামীদ্বয় ঘটনার সাথে জড়িত থাকা এবং ভিকটিমের সাথে আসামীদ্বয় অনৈতিক সম্পর্ক স্থাপনে ব্যর্থ হয়ে ভিকটিমকে হত্যা করেছে মর্মে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে স্বীকার করে। এই সংক্রান্তে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপারের উদ্যোগে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
তারই পরিপ্রেক্ষিতে ১৯ এপ্রিল ২০২৩ খ্রি. তারিখ সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহেল রানা, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল আলম চৌধুরী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাহমুদুল হোসাইন, ডিআই ওয়ান মোঃ আজিজুর রহমান মিঞা,লক্ষ্মীপুর মডেল থানা পরিদর্শক মোঃ মোসলেহ্ উদ্দিন, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ লক্ষ্মীপুর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।