সংবাদ শিরোনামঃ
দেশব্যাপি বাড়ছে সামাজিক অপরাধ, দরকার জরুরি পদক্ষেপ বাংলাদেশ পুলিশ বাহিনীর অধঃস্তন পুলিশ কর্মকর্তা/কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন ফ্রি মেডিকেল ক্যাম্প: সৌজন্যে আলিফ মীম হাসপাতাল লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপার আক্তার হোসেনের সাথে সাংবাদিকদের মতবিনিময় লক্ষ্মীপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলামের আগমনে জেলাপ্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের শুভেচ্ছা কমলনগর উপজেলা আ’ লীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিনের সুস্থতায় কমল নগরের মানুষের মাঝে আনন্দ অশ্রু বৃহত্তর নোয়াখালী আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা -২০২৩ লক্ষ্মীপুর কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত ফুটপাত দখলমুক্ত করা প্রয়োজন ঔষধ কোম্পানি গুলো মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফেরত নিতে গড়িমসি করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ভোক্তারা লক্ষ্মীপুরে অস্ত্র -গুলি সহ যুবলীগ নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার, লক্ষ্মীপুর -৩ সদর আসনের নির্বাচনে অনিয়ম রোধে অনুসন্ধান কমিটি লক্ষ্মীপুরের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড,মাকসুদ কামালকে ফুলেল শুভেচ্ছা প্রদান দুস্থ মানবতার সেবায় এগিয়ে আসা “সমিতি ওমান ” কর্তৃক চট্টগ্রামে ইফতার সামগ্রী বিতরণ
লক্ষ্মীপুরে নির্যাতিত কেন্দ্রীয় যুবলীগ নেতা এড, রিগানের সৃতিচারন

লক্ষ্মীপুরে নির্যাতিত কেন্দ্রীয় যুবলীগ নেতা এড, রিগানের সৃতিচারন

ভিবি নিউজ ডেস্কঃ
মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে হঠাৎ গোপনে লক্ষ্মীপুরে গমন, উদ্দেশ্য জেয়ারত। আওয়ামী লীগের দুঃসময়ের সাক্ষী রক্তাক্ত বাড়ীতে হৃদয়ের টানে নিরবে ক্ষণিক পদচারণ। কিন্তু গোপনীয়তা অতি টিকলো না। দুর্দিনের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল আজিম বাবর ভাই এবং সাংগঠনিক সম্পাদক আবদুল জাব্বার লাভলু ভাই সঙ্গ নিলেন। কত স্মৃতি, কত সৃষ্টি এই বাড়ি থেকে!! সুড়ঙ্গ আর গুহার মতো কক্ষগুলো ছিল BNP-জামায়াতের জন্য আতংক। আমার ভাই লিটন হাজারী, পিউ, Nurul Abedin Chowdhury পরানের হাতে এই অঞ্চলে আওয়ামী লীগের পতাকা উদ্বেলিত হয়। বিরোধী দলের আমলে সারাদেশ থেকে নির্যাতীত কর্মীদের নিরাপদ আশ্রয়স্থল এই বাড়িটি। মাঝারের মতো বড় বড় পাতিলায় রান্না হতো, একটা লঙ্গরখানা যেনো। জোটের পুলিশ আর সন্ত্রাসীরা প্রায়শ আক্রমণ গুলি-বোমা বর্ষণ করতো। আমরা প্রতিরোধ তুলতাম। গুলিতে-বোমায় প্রকম্পিত হতো জনপদ, যেন নতুন ৭১। আমি গুলিবিদ্ধ। আমার একেক ভাই ৮/১০ বছর করে জেল-জুলুমের শিকার। নেত্রীর অনুকম্পা পেয়েছি সর্বদা। একবার সফরে আমার মা’য়ের হাতের তৈরী পিঠার প্রংসশায় পঞ্চমুখ ছিলেন তিনি, ঢাকায় নিয়ে এলেন। সেই মা’কে প্ল্যান করে হত্যা করা হলো। সেই বাড়িটি মিথ্যা স্বাক্ষী আর জালিয়াতির মাধ্যমে ২০১৫ সালে ভাংচুর করা হয়েছে। কারা করেছে? তারা কারা? লক্ষ্মীপুরবাসী সবই জানেন। কিন্তু আমি কোন প্রতিশোধ নিতে চাই না। কারণ জনগণ সেটার জবাব এবং প্রতিশোধ নিয়েছেন আমাকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক নির্বাচিত করে। আমি নেত্রী এবং যুব কান্ডারী শেখ পরশের সাহচর্য পেয়েছি, আমি গর্বিত। আমাদের সকল ত্যাগ সন্মানিত হয়েছে। তবে একটা কষ্ট এবার অনেক তাড়িত করছে। লক্ষ্মীপুরের কামাল ভাই (বোম কামাল) এর মৃত্যু সংবাদ পেলাম। BNP জোটের হামলায় তার হাতটি আমাদের এই বাড়িতে উড়ে যায়। আমার অশ্রু জলে ভিজে আসে। আমাদের সময়ের অনেক কর্মীই হাইব্রিডদের প্ল্যান গেইমে নিহত হয়েছেন, বাড়ী-ঘর হারিয়েছেন। অনেকে এখন মানবেতর জীবনযাপন করছেন। নির্যাতিত-ত্যাগী নেতা-কর্মীরা এখন চরমভাবে নিষ্পেষিত-অবহেলিত। কিন্তু অনেকে দলীয় পদবীতে শত কোটি টাকার মালিকও হয়েছেন, কিছু হাইব্রিড অদ্য ক্ষমতায়। আমি সর্বদাই নির্যাতিতদের দলভুক্ত। আমার প্রাণ ত্যাগীদের জন্য উজাড় থাকবে, আমার কন্ঠ নিষ্পেষিতদের জন্য।