লক্ষ্মীপুরে নতুন ১৩ জনসহ মোট আক্রান্ত ৬০৮, জেলা সিএস করোনায় আক্রান্ত

বিশেষ প্রতিনিধি এম আর শামীম-লক্ষ্মীপুর জেলায় নতুন করে ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় কোভিড-১৯ সনাক্ত রোগীর সংখ্যা মোট ৬০৮ জন।

আজ আক্রান্ত ১৩ জনের মধ্যে রামগঞ্জে ১০, সদর ১ ও রামগতিতে ২ জন। রামগঞ্জের নতুন সনাক্ত হওয়া ১০ জনের মধ্যে: পৌরসভার ৯ নং ওয়ার্ডে তিন জন ও ৫ নং ওয়ার্ডে একজন, ইছাপুরে ইউনিয়নে মৃত ১ জন , চন্ডিপুরের ইউনিয়নের হরিশ্চরে ১ জন, লামচর ইউনিয়নের দঃ কালিকাপুরে ৩ জন ও
ভোলকোট ইউনিয়নের আতাকরায় ১জন।

সিভিল সার্জন করোনায় আক্রান্ত:
জেলা সিভিল সার্জন ডা: মো: আব্দুল গফ্ফার চৌধুরী COVID-19 আক্রান্ত হয়ে ঢাকার বেসরকারি আনোয়ার খাঁন মডার্ণ হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ ২২ জুন সোমবার সকালে তিনি জ্বর, সর্দি, বুকে ব্যার্থা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। সন্ধ্যার দিকে করোনাভাইরাস টেষ্ট করলে তাঁর শরীরে ক্লিনিক্যালি কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে।
রাতে এ বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আনোয়ার হোসেন। তিনি জানান, কয়েকদিন যাবত জ্বর, সর্দি ও বুকে ব্যাথা অনুভব করছিল সিভিল সার্জন ডা: আব্দুল গফ্ফার। আজ সোমবার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত সময়ে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *