সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরে সরকারি ঔষধ ফার্মেসিতে! এযেন সর্ষের মধ্যে “ভুত “ লক্ষ্মীপুরে কিশোর অপরাধ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত অবশেষে লক্ষ্মীপুরে বাল্য বিবাহ রোধে অগ্রনী ভূমিকা রাখলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জোবায়েদা খানম শিমুল সাহা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত লক্ষ্মীপুরে গ্রামীন সড়কে ড্রামট্রাকে  মেম্বারের বালু ব্যবসা, জানতে চাইলে সাংবাদিকদের চাঁদাবাজি মামলা দেয়ার হুমকি রায়পুরে কিশোরী অপহরণ মামলায় দীপেন ও জহির গ্রেপ্তার  লক্ষ্মীপুর পৌরসভার সড়কের পাশে আবর্জনার স্তূপ, নির্গত দুর্গন্ধ ও ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ লক্ষ্মীপুরে শিক্ষক- শিক্ষিকার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নে স্কুল শিক্ষক ও শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, শিক্ষিকার স্বামীর অভিযোগ লক্ষ্মীপুর ২ আসনের মানবিক এমপি নুরউদ্দিন আলিফ মীম হাসপাতালের শেয়ার হোল্ডারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি জেলা বিএমএ ও স্বাচিপের সভাপতি ডা: জাকির হোসেন উপজেলা নির্বাচনে প্রচারণায় অংশ না নিতে এমপি আনোয়ার খাঁনকে চিঠি লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট রহমত উল্যাহ বিপ্লবের কিছু কথা লক্ষ্মীপুরের কৃতিসন্তান আনোয়ারুল হক ছলেমা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান কামাল ফার্মারের  জন্মদিনে তিনি সকলের আশির্বাদ /দোয়া প্রার্থী লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউপি নির্বাচনে মীর শাহআলম চেয়ারম্যান নির্বাচিত
লক্ষ্মীপুরে দূর্গাপূজা উৎসবের জন্য ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা

লক্ষ্মীপুরে দূর্গাপূজা উৎসবের জন্য ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা

লক্ষ্মীপুর থেকে ভি বি রায় চৌধুরী –
লক্ষ্মীপুর জেলার পাঁচ উপজেলায় দুর্গা উৎসব উপলক্ষে শেষ সময়ে পূজা মণ্ডপের প্রতিমা তৈরীর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলার খবর পাওয়া গেছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব “দূর্গাপূজা”। তাই দূর্গোৎসবকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। পূজা শুরুর নির্দিষ্ট সময়ের আগেই মা দূর্গাকে তুলবে মণ্ডপে। একাজে মৃৎশিল্পীরা রাত-দিন ব্যস্ত থেকে প্রতিমা তৈরির কাজ করছেন। এখন প্রতিমার কাঠামোয় মাটির কাজ প্রায় শেষ। কোথাও রংএর কাজও চলছে। তারপর শুরু হবে সাজসজ্জা।

জেলা পূজা উদযাপন পরিষদের তথ্যমতে, প্রতি বছর লক্ষ্মীপুরে ৭৬টি পূজামন্ডপে শারদীয় দূর্গাপূজার উৎসব হয়। এবছর আরো দুইটি নতুন মণ্ডপে এ পূজোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদরে ১৭ টি, চন্দ্রগঞ্জে ১৫টি, রায়পুরে ১২টি, রামগঞ্জে ১৯টি, রামগতিতে ১২টি ও কমলনগর উপজেলার ৩টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। তাছাড়া নতুন পূজামন্ডপ হলো, রামগতির চর মেহার সাহাপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম মন্ডপ ও রায়পুরের কেরোয়া ইউনিয়নের সার্বজনীন পূজামন্ডপ।

লক্ষ্মীপুরের শ্যামসুন্দর জিউর আখড়া, শ্রী শ্রী আনন্দময়ী কালী বাড়ির মন্দির, শাখাড়ীপাড়া, সমসেরাবাদ এলাকার মন্দির, কামান খোলা জমিদার বাড়ির শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ দেব বিগ্রহ মন্দির,লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার শ্রীশ্রী গোবিন্দ মহাপ্রভু জিউ আখড়ায় প্রতি বছরই জমকালো আয়োজনে উদযাপিত হয় শারদীয় দূর্গোৎসব। এবারো মন্ডপে পুরোদমে চলছে প্রস্তুতি।

জেলা শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালী বাড়ির মন্দিরে প্রতিমা তৈরির কাজ করতে আসা শিল্পী সজল পাল জানান, তিনি শরিয়তপুর থেকে এসেছেন। দশম শ্রেণি পর্যন্ত লেখাপড়া শেষে ৭ বছর এ পেশায় কাজ করছেন। দূর্গাপূজা এলে তাদের কাজ বেড়ে যায়, কিন্তু এ বছর পরিস্থিতি একটু ভিন্ন। তারপরও লক্ষ্মীপুরসহ কয়েকটি পূজামন্ডপের কাজ করবেন।

এখন প্রায় শেষ অবস্থা প্রতিমার কাঠামোর মাটির কাজ। এ কাজ প্রায় শেষের দিকে। এর পর সাজ-সজ্জার কাজ চলবে। তাতে আরও ৩ দিন সময় লাগবে। কয়েকটি মন্দিরে কাজ থাকায় রাত-দিন পরিশ্রম করে প্রতিমা তৈরি করে দর্শনার্থীদের সামনে সঠিক সময়ে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য কাজ করছেন তারা। তার সাথে আরও কাজ করছেন কমলনগর উপজেলার করুনানগরের অয়ন দাস। এর আগে এ মন্দিরে পরিমল নামে এ শিল্পী কাজ করতেন।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শঙ্কর মজুমদার জানান, পঞ্জিকা মতে, ২০২১ সালের শারদোৎসব শুরু হবে ১১ অক্টোবর। ৬ অক্টোবর মহালয়ায় শুরু হচ্ছে দেবী পক্ষ। ১১ অক্টোবর ষষ্ঠীতে দূর্গাপূজা শুরু হয়ে চলবে ১৫ অক্টোবর দশমী পর্যন্ত। এর মধ্যে ১২ অক্টোবর সপ্তমী, ১৩ অক্টোবর অষ্টমী ও ১৪ অক্টোবর নবমী। এবার দূর্গাদেবী আসবে ঘোটকে চড়ে আর যাবে দোলায়।

করোনাভাইরাসের কারণে এবার স্বাস্থ্যবিধি মেনে পূজা করতে হবে। এ সম্পর্কিত ১৮টি নির্দেশনা রয়েছে। প্রত্যেকেই এ নির্দেশনা মেনে পূজা করতে হবে। জেলা পুলিশ জানায়, মন্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

লক্ষ্মীপুর জেলা প্রশাসন জানায়, করোনা সংক্রমণরোধে শারদীয় দূর্গাপূজায় এবারের আয়োজন সীমাবদ্ধ রাখার নির্দেশনা রয়েছে। এছাড়া করোনা সংক্রমণ এড়াতে আতশবাজি, আলোকসজ্জা, মেলার আয়োজন, আরতি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, জনসমাগম পরিহার করতে বলা হয়েছে। প্রতিমা বিষর্জনে শোভাযাত্রা পরিহার করার কথাও জানায় জেলা প্রশাসন।


© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Developer: Tanveer Hossain Munna, Email : tanveerhmunna@gmail.com