ভিবি নিউজ ডেস্ক ঃ
লক্ষ্মীপুর সদর উপজেলার ৩ নং দালাল বাজার ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের ছৌন্না দীঘির পাড়ের অলি মেস্তরী বাড়ির তাজুল হাই মিঞার ছেলে দুর্ধর্ষ ডাকাত সুজন মিঞাকে অদ্য ৩ আগস্ট দুপুরে দালাল বাজার পুলিশ কেম্পের চৌকস পুলিশ অফিসার ইনচার্জ উপপরিদর্শক পুলেন বড়ুয়া ও সহকারী উপপরিদর্শক ইলিয়াস হোসেন সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় গ্রেফতার করে সদর থানায় প্রেরণ করেন।
জানাযায় দীর্ঘদিন পলাতক আসামী দুর্ধর্ষ ডাকাত সুজন কে গ্রেফতার করতে অনেক কৌশল অবলম্বন করতে হয়েছে, সুজনের বিরুদ্ধে মাদক মামলা – জিআর নং ২২৪/১৯, জিআর নং ২২/১৮, মামলা নং ২৪ তাং ১৮/৩/১৮ ধারা ৩৯৯/৪০২ দন্ডবিধি।
এই বিষয়ে লক্ষ্মীপুর সদর থানা পরিদর্শক আজিজুর রহমান মিঞার নিকট জানতে চাইলে তিনি বলেন, ডাকাত সুজন কে দালাল বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে, পরবর্তীতে আসামি কে কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার নামে আরো একাধিক মামলা আছে বলে তিনি জানান।