ভি বি রায় চৌধুরী : লক্ষ্মীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুমকে ১১ সেপ্টেম্বর শনিবার বিদায়ী সংবর্ধনা জানায় সদর উপজেলার দক্ষিন হামছাদী ইউনিয়ন পরিষদ। দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মীর শাহআলম ও ইউপি সদস্য কামাল ভুঁইয়া বিদায়ী ইউএনও মোহাম্মাদ মাসুমকে ফুলেল শুভেচ্ছা জানান।
লক্ষ্মীপুর উইনার্স ক্লাবের আয়োজনে এ অনুষ্ঠান প্রধান অথিতি হিসেবে উপস্হিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, আরও উপস্হিত ছিলেন সদর থানা আওয়ামীলীগ আহবায়ক কবির পাটোয়ারি ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুনবী শোহেল।
জানা গেছে, নরসিংদী জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে সম্প্রতি লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মাসুমের বদলি হয়।