সংবাদ শিরোনামঃ
জনগনের সুস্বাস্থ্যের জন্য চাই নিরাপদ খাদ্য রায়পুরে  সন্ত্রাসী তান্ডব চালিয়ে লুটপাট ও মাছ ঘাট দখলের অভিযোগ লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজার ইউনিয়ন বিএনপির মাধ্যমে পানিবন্ধীদের ত্রান বিতরন পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন “ লক্ষ্মীপুরে কলেজ অধ্যক্ষের অপসারণ চেয়ে শিক্ষক- কর্মচারীদের বিক্ষোভ বাংলাদেশের মুমূর্ষু শিশু শুভমকে নতুন জীবন দিয়েছেন ভারতের ডাঃ সঞ্জীব দেববর্মণ কোটা আন্দোলনে মৃত্যুর সংখ্যা সম্পর্কে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে লক্ষ্মীপুরে সরকারি ঔষধ ফার্মেসিতে! এযেন সর্ষের মধ্যে “ভুত “ লক্ষ্মীপুরে কিশোর অপরাধ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত অবশেষে লক্ষ্মীপুরে বাল্য বিবাহ রোধে অগ্রনী ভূমিকা রাখলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জোবায়েদা খানম শিমুল সাহা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত লক্ষ্মীপুরে গ্রামীন সড়কে ড্রামট্রাকে  মেম্বারের বালু ব্যবসা, জানতে চাইলে সাংবাদিকদের চাঁদাবাজি মামলা দেয়ার হুমকি রায়পুরে কিশোরী অপহরণ মামলায় দীপেন ও জহির গ্রেপ্তার  লক্ষ্মীপুর পৌরসভার সড়কের পাশে আবর্জনার স্তূপ, নির্গত দুর্গন্ধ ও ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ লক্ষ্মীপুরে শিক্ষক- শিক্ষিকার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ
লক্ষ্মীপুরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন

লক্ষ্মীপুরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন

বিশেষ প্রতিনিধি-লক্ষ্মীপুরে প্রশাসনের অবহেলায় বালু দস্যুরা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। প্রভাবশালী সকলকে ম্যানেজ করে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করার খবর পাওয়া গেছে।

সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব নন্দন পুর গ্রামের মৃত হাসানুর জামানের পুত্র আনোয়ার হোসেন ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে বলে জানা যায়। এতে ঐ এলাকায় গ্রামের ঘরবাড়ি ও ফসলি জমি হুমকির মুখে পরার সম্ভাবনা আছে।
গ্রামের কয়েকজন বলেন, বালু দস্যুরা এলাকার প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বাধা দেয়ার সাহস করে না। এরা ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে। ড্রেজিং পদ্ধতিতে এভাবে বালু উত্তোলন করা হলে ভরা বর্ষায় তাদের বসত ভিটা ও ফসলি জমির পরিবেশ গত সমস্যা হতে পারে।

ভুক্তভোগীরা বালু উত্তোলন বন্ধে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করেও ফল পাচ্ছে না। তারা এ ব্যাপারে প্রশাসনের সংশ্লিষ্ট সবার কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

এই বিষয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন কারি আনোয়ার হোসেনের নিকট জানতে চাইলে তিনি বলেন, এগারো হাজার ফুট বালু উত্তোলনের কথা থাকলেও আমি এলাকার মনিরের জমি থেকে বালু উত্তোলন করেছি মাত্র ৪ হাজার ফুট। গত ১০ জুলাই সাংবাদিকরা আসার পর থেকে আমি বালু উত্তোলন বন্ধ রেখেছি।

স্হানীয় দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহ আলমের নিকট জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি আমার জানা নেই।

এ বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো মামুনুর রশীদের নিকট জানতে চাইলে তিনি বলেন, কেহ যদি অবৈধ ভাবে বালু উত্তোলন করে থাকে সঠিক তথ্য পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Developer: Tanveer Hossain Munna, Email : tanveerhmunna@gmail.com