ভি বি রায় চৌধুরী –
লক্ষ্মীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার- পরিছন্নতা সপ্তাহ ২০২৩ উদ্বোধনী অনুষ্ঠান উযাপন রবিবার (২৯ অক্টোবর) ২০২৩ সালে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সুরাইয়া জাহান মহোদয়ের সভাপতিত্বে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা সপ্তাহ ২০২৩ অংশহিসাবে আজকের সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন ডেঙ্গু প্রতিরোধে আমাদের সকলকে সম্মিলিত ভাবে পচেষ্টা চালাতে হবে।
বিশেষ করে সবার
বাসা বাড়ীতে আঙ্গিনা সহ নালা-নর্দমা পরিস্কার পরিছন্ন রাখতে হবে। মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূইয়া বলেন,এডিস মশার লার্ভা যেখানে আছে সেইখানে পরিস্কার -পরিছন্নতা অভিযান চালিয়ে যেতে হবে।বিশেষ করে ফ্রীজের পাশে জমানো পানি,ডাবের খোসার পানি সহ নালা-নর্দমার জমাট পানি সেচে ফেলতে হবে। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউ এন ও)মোঃ আরিফুর রহমান,অতিরি্ত জেলা প্রশাসক সাজিয়া পারভিন ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহউদ্দিন টিপু সহ প্রমূখ।