ভি বি রায় চৌধুরী -লক্ষ্মীপুরে আইনশৃঙ্খলা উন্নয়নে অবদান রাখায় জানুয়ারি ২০২২ ইং মাসের জেলার শ্রেষ্ঠ সহকারী উপ-পুলিশ পরিদর্শক মোঃ নুরুল করিম চৌধুরী পিপিএম-সেবা কে কর্ম মূল্যায়নে পুরস্কার প্রদান করেন জেলার সুযোগ্য পুলিশ সুপার ড, এএইচএম কামরুজ্জামান।
উল্লেখ্য উপ-পুলিশ পরিদর্শক নুরুল করিম পূর্বেও আরো চৌদ্দ বার এধরনের পুরস্কারে ভূষিত হন। তারই ধারাবাহিকতায় জানুয়ারি/২০২২ ইং মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নে লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ট সহকারী উপ-পুলিশ পরিদর্শক (টানা ১৫ তম বারের মত) নির্বাচিত হলেন।
তার এই মূল্যায়নে লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি ভি বি রায় চৌধুরী জেলার পুলিশ সুপার ড, এএইচএম কামরুজ্জামান মহোদয়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।