ভিবি নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুর সদর উপজেলার ২ নং দক্ষিণ হামছাদি ইউনিয়নে ৫০০ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য বিতরন করেন লক্ষীপুর জেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক এড. নুরউদ্দীন চৌধুরী নয়ন।
২৭ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টায়, লক্ষীপুর জেলা যুবলীগ নেতা ও জেলা পরিষদ সদস্য শাখাওয়াত হোসেন আরিফের অর্থায়নে, সদর উপজেলার ২ নং দক্ষিন হামছাদী ইউনিয়নের নন্দনপুর ঈদগাঁ ময়দানে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর জেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক এড. নুরউদ্দীন চৌধুরী নয়ন, ২ নং দক্ষিন হামছাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজীর আহম্মেদ পাটোয়ারি, সদর থানা আওয়ামীলীগের সদস্য লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার উপদেষ্টা ও সমাজ সেবক সৈয়দ আবুল কাশেম, ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজাম উদ্দীন রনি, সাঃ সম্পাদক মোবারক হোসেন, সাবেক যুবলীগের ত্যাগী ও ভুক্তভুগী নেতা লিটন হাজারী, ৩ নং দালাল বাজার ইউনিয়ন ছাত্রলীগের সাঃ সম্পাদক অপু চৌধুরী সহ প্রমূখ। অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কিত করেন শাখাওয়াত হোসেন আরিফ। তিনি বলেন, বর্তমান করোনা মহামারির লকডাউনে আমার এলাকার ১ জন মানুষও যাতে ক্ষুদার্থ না থাকে, সেই লক্ষে আমরা কাজ করে যাচ্ছি এবং যাবো ইনশাআল্লাহ।