সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরে সরকারি ঔষধ ফার্মেসিতে! এযেন সর্ষের মধ্যে “ভুত “ লক্ষ্মীপুরে কিশোর অপরাধ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত অবশেষে লক্ষ্মীপুরে বাল্য বিবাহ রোধে অগ্রনী ভূমিকা রাখলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জোবায়েদা খানম শিমুল সাহা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত লক্ষ্মীপুরে গ্রামীন সড়কে ড্রামট্রাকে  মেম্বারের বালু ব্যবসা, জানতে চাইলে সাংবাদিকদের চাঁদাবাজি মামলা দেয়ার হুমকি রায়পুরে কিশোরী অপহরণ মামলায় দীপেন ও জহির গ্রেপ্তার  লক্ষ্মীপুর পৌরসভার সড়কের পাশে আবর্জনার স্তূপ, নির্গত দুর্গন্ধ ও ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ লক্ষ্মীপুরে শিক্ষক- শিক্ষিকার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নে স্কুল শিক্ষক ও শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, শিক্ষিকার স্বামীর অভিযোগ লক্ষ্মীপুর ২ আসনের মানবিক এমপি নুরউদ্দিন আলিফ মীম হাসপাতালের শেয়ার হোল্ডারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি জেলা বিএমএ ও স্বাচিপের সভাপতি ডা: জাকির হোসেন উপজেলা নির্বাচনে প্রচারণায় অংশ না নিতে এমপি আনোয়ার খাঁনকে চিঠি লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট রহমত উল্যাহ বিপ্লবের কিছু কথা লক্ষ্মীপুরের কৃতিসন্তান আনোয়ারুল হক ছলেমা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান কামাল ফার্মারের  জন্মদিনে তিনি সকলের আশির্বাদ /দোয়া প্রার্থী লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউপি নির্বাচনে মীর শাহআলম চেয়ারম্যান নির্বাচিত
লক্ষ্মীপুরে জনপ্রতিনিধির ইট ভাটায় ফসলী জমি থেকে রাতের আধারে মাটি সরবরাহ, ছয়টি ট্রাক্টর ও বেকু আটক

লক্ষ্মীপুরে জনপ্রতিনিধির ইট ভাটায় ফসলী জমি থেকে রাতের আধারে মাটি সরবরাহ, ছয়টি ট্রাক্টর ও বেকু আটক

ভিবি নিউজ ডেস্ক: -লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানিগঞ্জে ১১ এপ্রিল রাতের আঁধারে কৃষি জমির মাটি ছিনতাই করে দুবৃর্ত্তরা। এসময় স্থানীয়রা একত্রিত হয়ে মাটি বোঝাই ৬টি ট্রাক্টর ও ১টি ভেকু মেশিন আটক করে। পরে জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে ঘটনাস্থল থেকে মাটি বহনের সাথে জড়িত ড্রাইভার ও হেলপারসহ তিনজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। এঘটনায় লক্ষ্মীপুর সদর মডেল থানায় রাতেই ক্ষতিগ্রস্থদের পক্ষে কামাল উদ্দিন বাদি হয়ে অভিযোগ দায়ের করেন। এদিকে থানায় মুচলেকা দিয়ে আটক ওই তিনজনকে নিয়ে আনেন স্থানীয় চেয়ারম্যান সাইফুল ইসলাম রনি।

অভিযোগকারি ও ক্ষতিগ্রস্থ কামাল উদ্দিন সদর উপজেলার ভবানিগঞ্জ ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের আকাব উদ্দিন ব্যাপারি বাড়ির আব্দুল আজিজের ছেলে।

অভিযুক্ত রাজন, সিবলু, ফয়সাল, ফরহাদ, বাবু, মামুন, তায়েব, নুরু, মুসলিম একই ইউনিয়নের আবদুল্ল্যাহপুর ও পিয়ারাপুরের বাসিন্দা। এরা সবাই স্থানীয় বখাটে বলে এলাকাবাসীর দাবি। এর আগেও অভিযুক্ত নুরুর বিরুদ্ধে পিয়ারাপুর এলাকায় মোটরসাইকেল আরোহীকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ রয়েছে।

ক্ষতিগ্রস্থ কয়েকজন জানালেন, তাদের সম্পত্তি ফসলি জমি থেকে স্থানীয় নুরু, রাজন, সিবলূসহ ১০-১৫ জন মিলে রাতের আঁধারে বেকু দিয়ে মাটি কাটছেন। এসময় ১০-১২টি ট্রাক্টর দিয়ে মাটি পরিবহন করতে দেখে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে এলাকাবাসী একত্রি হয়ে চলাচলের রাস্তা কেটে ৬টি ট্রাক্ট্রর ও ১টি বেকু মেশিন জব্দ করেন। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে থানায় নিয়ে যান। স্থানীয় চেয়ারম্যান তার ব্রীকফিল্ডে এ মাটি পরিবহন করছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। তারা এঘটনার বিচার দাবি করেন।

তবে অভিযুক্ত কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

স্থানীয় চেয়ারম্যান সাইফুল ইসলাম রনি জানান, ব্রীকফিল্ডের জন্য তিনি মাটি কিনেছেন কিন্তু বিরোধের বিষয়টি তাঁর জানা নেই। উভয় পক্ষকে নিয়ে বসে সমাধানের চেষ্টা করছেন বলে জানালেন এই জনপ্রতিনিধি। তবে নিষিদ্ধ ট্রাক্টরের বিষয়ে ইউএনও দেখবেন বলে জানান এই জনপ্রতিনিধি।

লক্ষ্মীপুর সদর মডেল থানা পরিদর্শক মোঃ মোসলেহ্ উদ্দিন জানান, অভিযোগ পেয়ে কাজ বন্ধ করে দেয়া হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি এপ্রতিবেদক কে জানান।
(সংগৃহীত)


© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Developer: Tanveer Hossain Munna, Email : tanveerhmunna@gmail.com