লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ থানা সমিতির উদ্দ্যেগে করোনা আক্রান্তদের খাদ্য ও ঔষধ বিতরণ

মুজাহিদুল ইসলাম: লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে বৈশ্বিক মহামারী করোনা পজিটিভ রোগীদের মাঝে ৪ জুলাই শনিবার ঔষধ সামগ্রী ও পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়। চন্দ্রগঞ্জ থানা সমিতি ঢাকার উদ্দ্যেগে করোনা ভাইরাস রোগীদের মাঝে বিনামূল্যে এসব ঔষধ সামগ্রী ও পুস্টিকর খাদ্যদ্রব্য বাড়ি বাড়ি গিয়ে স্হানীয় চেয়ারম্যানদের মাধ্যমে বিতরন করা হয়।

খাদ্য সামগ্রী ও ঔষধপত্র পেয়ে করোনা পজিটিভ ব্যক্তিরা তাদের মনোভাব প্রকাশ করতে গিয়ে বলেন, যেখানে করোনা পজেটিভের কথা শুনলেই স্ত্রী-সন্তানই কাছে আসতে চায় না! অথচ সেখানে চন্দ্রগঞ্জ থানা সমিতি এরকম একটা পদক্ষেপ আমাদের মত কোভিড-১৯ আক্রান্ত রোগীদের মনোবল বাড়িয়ে আরোগ্য লাভে অনুপ্রেরনা যোগাবে।

এসব উপহার সামগ্রীগুলো বিতরন করা হয় চন্দ্রগঞ্জ থানার পুলিশ সদস্য ও বিভিন্ন ইউনিয়নের ২৬ জন করোনা পজিটিভ রোগীর মাঝে। এসময় চন্দ্রগঞ্জ থানা সমিতির কর্মকর্তা ও চন্দ্রগঞ্জ থানা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আইনুল আহমেদ তানভীর জানান, জাতির এই সংকটময় মুহুর্তে আমাদের সকলকে সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে করোনা পজিটিভ ও করোনাভাইরাসে মৃত ব্যক্তিদের পরিবারের পাশে এগিয়ে আসা উচিত। তিনি আরো বলেন, চন্দ্রগঞ্জে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে এবং করোনায় পজিটিভ রুগীদের পাশে থাকার ব্যত্যয় প্রকাশ করেন।

রোগীদের ঔষধ সামগ্রী ও পুষ্টিকর খাদ্য বিতরণের সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও মান্দারী ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহিম, আ’লীগের শ্রম সম্পাদক ও চন্দ্রগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম বাবুল, সহ-প্রচার সম্পাদক মুনসুর আহমেদ, দিঘলী ইউনিয়ন চেয়ারম্যান শেখ মজিব, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান কামাল, চন্দ্রগঞ্জ থানা চৌদ্দ দলীয় কমিটির সভাপতি সাবির আহাম্মেদ, সমিতির সদস্য মোহাম্মদ মানিক হোসেন সহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *