ভি বি রায় চৌধুরী – লক্ষ্মীপুরে ঘুমন্ত শিশুকে জবাই করে হত্যা কারি ঘাতক মা সাবিনা ইয়াছমিন শিল্পী গ্রেপ্তার।
জানাযায় ২৬ সেপ্টেম্বর ২০২১ইং তারিখ দিবাগত রাত ১২.০৫ ঘটিকার সময় লক্ষ্মীপুর থানাধীন ১৫নং লাহারকান্দি ইউনিয়নের বাসিন্দা মোঃ হুমায়ুন কবির (৬৫), পিতা-মৃত ইব্রাহিম, সাং-চাঁদখালী, থানা ও জেলা-লক্ষ্মীপুর এর পুত্র বধু সাবিনা ইয়াছমিন শিল্পী (২৬), স্বামী-মোঃ আজিমুর রহমান আজিম, পিতা-মৃত ছেরাজুল হক, সাং-চাঁদখালী, থানা ও জেলা-লক্ষ্মীপুর তাহার প্রবাসী স্বামীর সাথে পারিবারিক কলহকে কেন্দ্র করে ঘুমন্ত অবস্থায় তার শিশু ( নাবালক) পুত্র সন্তান আয়ানুর রহমান আয়ান (৩ বছর ০৬ মাস)’কে ধারালো বটি দ্বারা গলা কেটে হত্যা করে এবং সাবিনা ইয়াছমিন শিল্পী নিজে আত্মহত্যার চেষ্টা করে। উক্ত বিষয়ে স্থানীয় মাধ্যমে সংবাদ প্রাপ্তি স্বাপেক্ষে লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামানের দিক নির্দেশনায় লক্ষ্মীপুর থানায় কর্মরত অফিসার ইনচার্জ জসীম উদ্দীন সঙ্গীয় এসআই/মোঃ সোহেল মিয়া ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক সাবিনা ইয়াছমিন শিল্পী (২৬)’কে গ্রেফতার করেন এবং মৃত আয়ানুর রহমান আয়ান (০৩ বছর ০৬ মাস) এর মৃত দেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে এতদবিষয়ে ভিকটিম মৃত আয়ানুর রহমান আয়ান এর দাদা মোঃ হুমায়ুন কবির (৬৫) বাদী হয়ে বিবাদী সাবিনা ইয়াছমিন শিল্পী এর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করিলে লক্ষ্মীপুর থানার মামলা নং-৬১, তারিখ-২৭/০৯/২০২১ খ্রিঃ, ধারা-৩০২/৩০৯ পেনাল কোড রুজু করে মামলার তদন্তভার সহকারী পুলিশ পরিদর্শক মোঃ সোহেল মিয়া এর উপর অর্পন করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ সোহেল মিয়া আসামী সাবিনা ইয়াছমিন শিল্পী (২৬)’কে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। উক্ত মামলার ঘটনা সংক্রান্তে আসামী সাবিনা ইয়াছমিন শিল্পী (২৬) নিজের দোষ স্বীকার করিয়া ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন।