ভিবি নিউজ ডেস্কঃ- লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্হা’র সাংবাদিকদের মাধ্যমে ৯ জানুয়ারি শনিবার বিকেলে শীতবস্ত্র( কম্বল) বিতরণ করা হয়। এসময় উপস্হিত ছিলেন অত্র সংস্হা’র সভাপতি ও দৈনিক জনতার স্টাফ রিপোর্টারর ভাস্কর বসু রায় চৌধুরী, বিশিষ্ট মেন্টর, জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মি ও সংস্হা’র উপদেষ্টা মিজানুর শামীম, দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি ও সংস্হা’র সহ সভাপতি মাস্টার মফিজুল ইসলাম, দৈনিক আজকালের রায়পুর উপজেলা প্রতিনিধি ও সংস্হা’র সহ সম্পাদক শোহেল আলম, দৈনিক সবুজ জমিন প্রতিনিধি ও সংস্হা’র কোষাধাক্ষ্য জাহাঙ্গীর আলম, দৈনিক ভোরের আলো প্রতিনিধি ও সংস্থার সদস্য মোঃ ফয়সাল কবির, দৈনিক মাতৃভূমি জেলা প্রতিনিধি আমজাদ হোসেন, লক্ষ্মীপুর নিউজ টিভি’র প্রতিনিধি সাদ্দাম হোসেন।
জানা গেছে, জেলার রায়পুর উপজেলায় (রাখালিয়া) অবস্থিত আন্তর্জাতিক মান সম্পন্ন জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান বেঙ্গল-সু ইন্ডাস্ট্রিজ লিঃ এর মহব্যবস্থাপক বাবু বিপ্লব পাল লক্ষ্মীপুর সাংবাদিক কল্যান সংস্হা’র সাংবাদিকদের মাধ্যমে কিছু শীতের কম্বল বিতরন করছেন বলে সূত্র থেকে জানাযায়।