ভিবি নিউজ ডেস্কঃ
রায়পুর-লক্ষ্মীপুর এর ইতিহাসে জেলার কোন নেতাকে এমন বিশাল ও অনাড়ম্বর অভ্যর্থনা জানানো হয়নি বলে সরজমিন ঘুরে এসে আমাদের এপ্রতিবেদক জানান। ১৬ মার্চ লক্ষ্মীপুর জেলার কিংবদন্তি নেতা এড. নূরুউদ্দিন চৌধুরী নয়ন,
অনেক জল্পনাকল্পনা শেষে শেখ হাসিনার উপহার “নৌকা” প্রতীক নিয়ে নিজ এলাকা লক্ষ্মীপুর-২ (রায়পুর আংশিক লক্ষ্মীপুর) আসার পথে চাঁদপুর থেকে রায়পুর হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত আওয়ামীলীগ ও অংগ সংগঠন সমূহের নেতা, কর্মী, সমর্থক সহ সর্বস্তরের জনতা কর্তৃক স্মরণকালের সর্বশ্রেষ্ঠ অভ্যর্থনা হয়েছে যাহা ইতিহাস স্বাক্ষী হয়ে থাকবে। বিশেষ প্রোটোকল সমারোহে বঙ্গবন্ধুর নৌকার জয়ধ্বনি স্লোগানে মুখরিত হয়ে পড়েছিল সেই ঐতিহাসিক চাঁদপুর নৌবন্দর
থেকে শুরু করে লক্ষ্মীপুর ২ সংসদীয় আসনের সীমানা অব্দী। শুভ কামনা জেলার স্মরণকালের সর্বশ্রেষ্ঠ কর্মী বান্ধব নেতা এড. নূরুউদ্দিন চৌধুরী নয়ন।