সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরের রায়পুরে ৫৫ পিচ ইয়াবা টেবলেট সহ ওয়ারেন্ট ভুক্ত ২ জন, মাদক কারবারি ১ জন গ্রেপ্তার মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া এমরানের পাশে জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ লক্ষ্মীপুর এক খালে মিললো যুবকের লাশ ঘটনাস্থল পরির্দশন করলেন পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ কোন ধরনের অপ্রিতিকরসমস্যা ছাড়াই শেষ হলো মেডিক্যাল ভর্তি পরীক্ষা লক্ষ্মীপুরে চায়ের দোকানে আগুনে পুড়ে একজনের মৃত্যু লক্ষ্মীপুরের রামগঞ্জে অভয় পাটোয়ারী বাড়ির সার্বজনীন দূর্গা ও গৌর মন্দিরের রাস্তা অবরোধ করে পাকা ভবন নির্মানের অভিযোগ লক্ষ্মীপুরের রায়পুরে জাল দলিল সৃজন করে ভাইয়ের সম্পত্তি ভোগ করার অভিযোগ, ভাইদের মাঝে ক্ষোভ লক্ষ্মীপুরে সেই শিশুর মায়ের সন্ধান পেয়ে ফেসবুকে যা লিখেছেন এসপি মাহফুজ্জামান লক্ষ্মীপুরের রায়পুর চরবংশি বাজার সংলগ্ন সরকারি খালের উপর অবৈধভাবে ব্রীজ তৈরি করে সুমন, এলাকায় জনমনে ক্ষোভ লক্ষ্মীপুরে পুলিশ কনস্টেবল ৬৬ পদে ২০৯২ প্রার্থীর প্রতিযোগিতা শুরু লক্ষ্মীপুরে শর্টপিচ ক্রিকেটে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জামতলী মিজি বাড়ী একাদশ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাত দফা দাবী আদায়ে গণসমাবেশ লক্ষ্মীপুরে কনস্টেবল নিয়োগ বিষয়ে পুলিশ সুপার মাহফুজ্জামানের সচ্চতা ও দিকনির্দেশনা লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত
লক্ষ্মীপুরে কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভি বি রায় চৌধুরী- লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত ।
সরজমিন ঘুরে এসে আমাদের এপ্রতিবেদক জানান ১৯ জানুয়ারি ২০২২ ইং রোজ বুধবার কলেজ মাঠে ৫ দিনব্যাপী প্রতিযোগিতার চুড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়। সকালে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করেন মোঃ আব্দুল আলী পাটওয়ারী , রায়পুর থানা পরিদর্শক( তদন্ত)।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। ভূমিকা রাখার কারনে প্রত্যেক শিক্ষার্থীর উচিত সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলা করার। এ সময় তিনি আরও বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড, তাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মত মানুষ হতে হবে।

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যাপক আনিসুর রহমান, সহকারী অধ্যাপক নাসরিন সুলতানা, ইংরেজি বিভাগের প্রভাষক আক্তার হোসেন আবির, ক্রীড়া শিক্ষক আখতারুজ্জামান রিমেল ও সহকারী শিক্ষক আলমগীর হোসেনের এর তত্ত্বাবধানে দীর্ঘ লাফ, হাড়িভাঙ্গা , দৌড়, চেয়ার সিটিং, ভারসাম্য দৌড় এবং মোরগের লড়াইসহ ৩২টি ইভেন্টে খেলাধুলা হয়। পরবর্তিতে সাংস্কৃতিক প্রতিযোগিতায় কোরআন তেলাওয়াত, উপস্থিত বক্তব্য, দেশাত্মকবোধক গান, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্টসহ বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর কাজী মোঃ নুরুল ইসলাম ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল মতিন জেলা শিক্ষা অফিসার লক্ষ্মীপুর।
প্রধান অতিথি বলেন, আমাদের লক্ষ্মীপুর জেলার ঐতিহ্যের স্মারক এই প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে সুনাম বয়ে আনছে। সারা লক্ষ্মীপুর জেলার মধ্যে এই কলেজটি অন্যতম একটি বলে মন্তব্য করেন তিনি। শিক্ষার্থীদের পড়াশোনার বাইরে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার ব্যাপারেও পরামর্শ দেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট এর ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া , সুপ্রতীম কুমার সরকার,ডিস্ট্রিক ট্রেনিং কো-অর্ডিনেটর লক্ষ্মীপুর, এ কে এম সাইফুল হক,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়পুর।
মো. মাঈন উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস,রায়পুর, কলেজের সকল শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্রছাত্রী সহ প্রমূখ উপস্থিত ছিলেন। আজকের ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরন অনুষ্ঠান সম্পর্কে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক অধ্যক্ষ মোঃ নুরুল আমিন গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে বলে সারা বিশ্বে আতঙ্কিত মহামারী করোনাভাইরাস (অমিক্রন) সন্ধিক্ষণে আমরা সরকারের নিয়মনীতি বজায় রেখে স্বাস্থ্য সম্মত ভাবে স্কুলের শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি একটু বিনোদনের ব্যবস্থা করেছি। পুরো অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অধ্যক্ষ মোঃ নুরুল আমিন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।