সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরে স্বাধীনতা যুদ্ধে শহীদ আবুসাঈদ”স্বরণে, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার তোফায়েল আহমেদের ” লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার নব নির্বাচিত কার্যকরি কমিটির সদস্য বৃন্দের র্পুনাঙ্গ তালিকা লক্ষ্মীপুরে পারিবারিক কলহে ঘরে আগুন দুই সন্তানের মৃত্যু, স্ত্রী দগ্ধ লক্ষ্মীপুরে শেয়ার হোল্ডারের মৃত্যুতে আলিফ-মীম হাসপাতাল কর্তৃক আর্থিক অনুদান চাঁদপুর-৩ আসনে নৌকার পক্ষে মনোনয়নপত্র নিলেন সুজিত রায় নন্দী আইনজীবী সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার নির্বাচনে মোঃ নাহিদ যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্বামী-স্ত্রীর উপর সন্ত্রাসী হামলা লক্ষ্মীপুরে অসহায়দের মধ্যে বিনামূল্যে ঢেউটিন, চেক ও হুইলচেয়ার বিতরণ করেন সাংসদ নুরউদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক বিনু সকলের কাছে দোয়া প্রার্থনা করছেন লক্ষ্মীপুর সদরে প্রানে হত্যার ভয়ভীতি দেখিয়ে স্ট্যাম্প, চেক ও আইডি কার্ড ছিনতাই, কোর্টে মামলা লক্ষ্মীপুরে বিএনপি নেতা ট্রাংক মানিক সহ ৩ জনের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা জিয়া, এরশাদের আমলে দেশের উন্নয়ন হয়নি, শেখ হাসিনা উন্নয়ন করেছেন : মন্ত্রী তাজুল ইসলাম রামগঞ্জে মন্দিরের সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেয়ায় এলাকায় সনাতনী সম্প্রদায়ের ক্ষোভ লক্ষ্মীপুরের রামগঞ্জ অভয় পাটোয়ারী বাড়ির গৌড় মন্দিরের সিমানা প্রাচির নিয়ে দন্দ,অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা লক্ষ্মীপুর -৩ সদর আসনের নির্বাচনে অনিয়ম রোধে অনুসন্ধান কমিটি
লক্ষ্মীপুরে করোনা ও উপসর্গে ৩ মৃত্যু এবং মোট ১০৩৬ আক্রান্ত, স্বাস্থ্যবিধি মানুন-ডিসি

লক্ষ্মীপুরে করোনা ও উপসর্গে ৩ মৃত্যু এবং মোট ১০৩৬ আক্রান্ত, স্বাস্থ্যবিধি মানুন-ডিসি

মিজানুর শামীমঃ লক্ষ্মীপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় দুইজন নারী এবং করোনার উপসর্গ নিয়ে একজন নারী মারা গেছেন। এদের মধ্যে একজনের নাম জাহানারা বেগম (৮০)। তিনি জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফারের মা। এ নিয়ে জেলায় করোনা এবং উপসর্গ নিয়ে মারা গেলেন মোট ৬৫ জন। ১০ জুলাই শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার এসব তথ্য জানান।

এছাড়া লক্ষ্মীপুর জেলায় নতুন করে আজ ২৭ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ হওয়ার খবর জেলা স্বাস্থ্য বিভাগ জানায়। জেলায় সরকারী হিসেবে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১০৩৬ জন। এসময় জেলায় মোট মারা গেছেন ২০ জন।।

লক্ষ্মীপুর জেলায় মোট আক্রান্ত ১০৩৬ জনঃ
আজ ১০ জুলাই মঙ্গলবার বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে নতুন ২৭ জন কোভিড-১৯ রোগী সনাক্ত বলে জানানো হয়। গত ২৪ ঘন্টায় মোট ৭৪ টি টেস্ট সম্পন্ন হয় এতে ২৭ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১০৩৬ জন। মোট সুস্থ হয়েছেন ৫৭০ জন।

এর মধ্যে সদর উপজেলায় নতুন ২৪ সহ সর্বোচ্চ মোট ৫৭০ জন এর লক্ষ্মীপুর পৌর এলাকায় ২৬১ জন, রায়পুরে নতুন ৩ সহ মোট ৯৫ জন, রামগঞ্জে নতুন ০ সহ মোট ১৬২ জন, কমলনগরে নতুন ০ জন সহ মোট ১৪৫ জন ও রামগতিতে ৬৪ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৪৯৩ মোট মৃত ২০, বর্তমানে চিকিৎসাধীন আছেন ৪৬৪ জন। জেলায় মোট টেস্ট করা হয় ৬৭২৪ এতে ৫৬৮৮টি নেগেটিভ হয়, পজিটিভ হয় ১০৩৬জন।

জেলায় মোট মৃত ২০ জনঃ
এ নিয়ে জেলায় সরকারি হিসেবে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ২০ জন। তাছাড়া করোনা উপসর্গের বিভিন্ন লক্ষণ নিয় লক্ষ্মীপুর জেলায় প্রায় ৬৫ জন মারা গেলেও তাদের নমুনা সংগ্রহের পর ১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর দুইজন করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্বাস্থ্যবিধি মেনে চলুন-ডিসি:
আজ ১০ জুলাই শুক্রবার জেলা প্রশাসনের পক্ষ থেকে জানান হয়, বিনা প্রয়োজনে ঘর থেকে না বেড়োনোর জন্য সকলকে বলা হয়। সুরক্ষিত থাকতে সবাই এক জন অন্য জন থেকে কমপক্ষে তিন ফিট দুরত্ব বজায় রেখে চলাচল সহ সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং খোলা বাতাসে হাঁচি কাশি না দেয়া সহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশ দেয়া হয়।

সর্দি, জ্বর, কাশি ও শ্বাসকষ্ঠসহ অন্য যেকোনো শারীরিক সমস্যা হলে নিকটস্থ হাসপাতালের হট নাম্বারে যোগাযোগ করুন।
লক্ষ্মীপুর সদর হাসপাতাল ০১৭৩০৩২৪৭৭৩,
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ০১৭৩০৩২৪৮৫৬,
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ০১৭৩০৩২৪৮৫৭,
রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ০১৭৩০৩২৪৮৫৮,
রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ০১৭৩০৩২৪৮৫৯,