মিজানুর শামীম: লক্ষ্মীপুর জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৬৯ জনের শরীরে COVID-19 করোনাভাইরাস সনাক্ত হয়েছে। আজ ২৩ জুন মঙ্গলবার বিকেলে জেলা সিভিল সার্জন অফিস সুত্রে বিষয়টি জানা গেছে।
নতুন করে করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে কমলনগর উপজেলায় ২৩ জন, সদরে ৩০ জন, রামগঞ্জে ১০ জন, রায়পুরে ১ জন ও রামগতিতে ৫ জন।
এছাড়া গত ২৪ ঘন্টায় টেস্ট করা হয়েছে ২৮০টি, এতে পজিটিভ পাওয়া গেছে ৬৯টি, বাকী ২১১টি নেগেটিভ। জেলায় এ পর্যন্ত মোট টেস্ট হয়েছে ৫১৯২টি, এতে পজিটিভ হয়েছে ৬৭৮ জন ও নেগেটিভ ফল আসে ৪৫১৪ জনের।
এদিকে জেলা সিভিল সার্জন মোঃ আব্দুল গাফ্ফার নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে জানিয়ে সন্ধায় জেলা সিএস অফিসের ফেসবুক সুত্রে জানা গেছে।
এতে আরো জানানো হয়, গত বৃহস্পতিবার আরটি-পিসিআর টেস্টে তার করোনা নেগেটিভ আসে। ২২ জুন সোমবার ঢাকাতে উনার সিটি স্কান করা হলে তিনি ভাইরাল নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসকরা জানান।
তবে আরটি-পিসিআার করোনা টেস্ট করার জন্য তাকে তার ডাক্তার পরামর্শ দেয়ার পরে তিনি ইতিমধ্যে স্যাম্পল দিয়েছেন। বর্তমানে তিনি অনেকটা ভালো আছেন এবং সবার দোয়া চেয়েছেন।