ভিবি নিউজ ডেস্কঃ
একটি সেতুর অভাবে কয়েক বছর ধরে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর বাঞ্ছানগরের ১৪ নং ওয়ার্ডের জনগণের দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত।
সরজমিন ঘুরে এসে আমাদের এপ্রতিবেদক জানান উওর বাঞ্চানগর ১৪ নং ওয়ার্ড এলাকার কয়েক গ্রামের মানুষ দীর্ঘদিন সেতুর অভাবে জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট কর্মকর্তা দের দ্বারেদ্বারে ধর্ণা দিয়েও মেলেনি একটি পোল বা সেতু। কিন্তু এই সেতুটি নির্মাণ হলেই কয়েক হাজার মানুষের ভোগান্তি দূর হয়ে যায়। কিন্ত প্রদীপের নিচে অন্ধকার বলে কথা। উওর বাঞ্চানগর বায়েজিদ পাটওয়ারী বাড়ি সংলগ্ন বেড়িবাঁধের পাশে এই বেহাল দশা চলছে।
o একটু বৃষ্টিতে কাদা আর বর্ষার পানিতে-বন্যায় সাধারণ মানুষের দুর্ভোগের সীমা থাকে না। কর্তৃপক্ষের আশ্বাসের বাণীতে কেটে যাচ্ছে যুগের পর যুগ। এই বিষয়ে অবহেলিত এলাকাবাসী লক্ষ্মীপুরের মাননীয় মেয়র ও উপজেলা চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করছে, যেন অতি দ্রুত একটি সেতু / পোল নির্মান করে জনগণের ভোগান্তি লাঘবে যথাযথ পদক্ষেপ গ্রহন করা হয়।