সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলামের আগমনে জেলাপ্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের শুভেচ্ছা কমলনগর উপজেলা আ’ লীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিনের সুস্থতায় কমল নগরের মানুষের মাঝে আনন্দ অশ্রু বৃহত্তর নোয়াখালী আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা -২০২৩ লক্ষ্মীপুর কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত ফুটপাত দখলমুক্ত করা প্রয়োজন ঔষধ কোম্পানি গুলো মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফেরত নিতে গড়িমসি করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ভোক্তারা লক্ষ্মীপুরে অস্ত্র -গুলি সহ যুবলীগ নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার, লক্ষ্মীপুর -৩ সদর আসনের নির্বাচনে অনিয়ম রোধে অনুসন্ধান কমিটি লক্ষ্মীপুরের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড,মাকসুদ কামালকে ফুলেল শুভেচ্ছা প্রদান দুস্থ মানবতার সেবায় এগিয়ে আসা “সমিতি ওমান ” কর্তৃক চট্টগ্রামে ইফতার সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপার কে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান পবিত্র ঈদে মিলাদুন্নবী স্বরণে মেহেদী হাসান রাসেলের কুরআন ও হাদিসের আলোকে উপস্থাপন  লক্ষ্মীপুরে নতুন পুলিশ সুপার আকতার হোসেন লক্ষ্মীপুরে যুবদল নেতা ইকবালের নেতৃত্বে সৌদি প্রবাসীর জমি দখল করে দেওয়ার অভিযোগ
লক্ষ্মীপুরে ইস্রাফিল হত্যা মামলায় দুইজন গ্রেপ্তার, রহস্য উদঘাটনে পুলিশ সুপারের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরে ইস্রাফিল হত্যা মামলায় দুইজন গ্রেপ্তার, রহস্য উদঘাটনে পুলিশ সুপারের সংবাদ সম্মেলন

ভি বি নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ইং সকালে ইস্রাফিল হত্যার রহস্য উদঘাটনে এক প্রেস ব্রিফিং করেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহেল রানা, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল আলম চৌধুরী, ডিআই-০১ একেএম আজিজুর রহমান মিয়া, ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, সাহাদাত হোসেন টিটো, অফিসার ইনচার্জ, লক্ষ্মীপুর মডেল থানা, মোঃ মোসলেহ্ উদ্দিন, অফিসার ইনচার্জ কমলনগর থানা, মোম সোলাইমান, অফিসার ইনচার্জ রামগঞ্জ থানা, মোঃ এমদাদুল হক, ইনচার্জ হাজীমারা পুলিশ তদন্তকেন্দ্র, মোঃ জাফর আহাম্মদ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং লক্ষ্মীপুর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ

জানাযায় গত ১৯/০১/২০২৩ ইং তারিখ সকাল অনুমান ৭.০০ ঘটিকার সময় কমলনগর থানার অফিসার ইনচার্জ সূত্র মতে সংবাদ পায় যে, কমলনগর থানাধীন ০৩নং চর লরেঞ্চ ইউনিয়নের ০৯নং ওয়ার্ড এর নবীগঞ্জ টু চৌধুরীবাজার পাকা রাস্তার পশ্চিমপাশে খালি যায়গায় ০১ টি অজ্ঞাতনামা (পুরুষ) মৃতদেহ পাওয়া যায়। উক্ত সংবাদ কমলনগর থানার অফিসার ইনচার্জ তাৎক্ষণিক পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ কে জানাইলে তাৎক্ষনিকভাবে তিনি সহ সহকারি পুলিশ সুপার, রামগতি সার্কেল, অফিসার ইনচার্জ, কমলনগর থানা, ইনচার্জ হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্র ঘটনাস্থল পরিদর্শন করেন। খবর পেয়ে মৃতের আত্মীয় স্বজন ঘটনাস্থলে উপস্থিত হইয়া মৃতদেহটি মোঃ ইস্রাফিল (১৮) পিতা-আবুল বাশার, সাং-চরজাঙ্গালিয়া (মনির মাষ্টার বাড়ী), ৭নং ওয়ার্ড, থানা-কমলগর, জেলা-লক্ষ্মীপুর এর বলিয়া সনাক্ত করিলে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতঃ মৃতদেহ ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

ভিকটিমের পরিবার জানায় ভিকটিম পেশায় ব্যাটারী চালিত অটো রিকসা (মিশুক) চালক। অজ্ঞাতনামা দূর্বৃত্তরা ভিকটিম এর সদ্য ক্রয়কৃত মিশুক রিকসা ব্যবহৃত স্মার্ট ফোন ছিনাইয়া িয়া ভিকটিমক ত্যা কর। এই সংক্রান্তে ভিকটিম এর পিতার অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে কমলনগর থানার মামলা নং-১১, তারিখ-১৯/০১/২০২৩খ্রি., ধারা-৩৯৪/৩০২ পেনাল কোড রুজু করিয়া মামলার তদন্তভার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ জাফর আহাম্মদ এর উপর অর্পন করা হয়।

মামলার ঘটনার মূল রহস্য উদঘাটন এবং দ্রুত ঘটনায় জড়িত আসামী সনাক্ত ও গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, অফিসার ইনচার্জ, কলনগর থানা, পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) মোঃ জাফর আহাম্মদ সহ ০৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দেন পুলিশ সুপার।

মামলাটি তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় ১৩/০২/২০২৩খ্রি. রাত অনুমান ০০.৩ ঘটিকার সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর নেতৃত্বে অভিযান পরিচালনা করিয়া লক্ষ্মীপুর সদর থানাধীন ২১নং টুমচর এলাকা হইতে বেলাল হোসেন(২৭), পিতা-মৃত তোফায়েল আহাম্মদ, মাতা-রেজিয়া বেগম, সাং-কালিরচর, বর্তমানে-মধ্য টুমচর, ৫নং ওয়ার্ড, মুকবুল আহাম্মদ এর বাড়ী, থানা ও জেলা-লক্ষ্মীপুরকে গ্রেফতার করা হয় এবং তাহার হেফাজত হইতে লুন্ঠিত ব্যাটারী চালিত অটো রিকসা উদ্ধার করা হয়।

আসামি বেলালকে জিজ্ঞাসাবাদে সে জানায় গত ১৮/০১/২০২৩ খ্রি. রাত অনুমান ১০.৩০ ঘটিকার সময় উক্ত অটোরিক্সা তাহার সৎভাই মোঃ ইউসুফ ও জনৈক রুবেল দ্বয় ভবানগীগঞ্জ চৌরাস্তায় এসে তাহার নিকট অটো রিকসাটি ৪০,০০০/-টাকায় বিক্রয় করে। তাহার তথ্যের ভিত্তিতে আসামী মোঃ ইউসুফকে গ্রেফতারের লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল এর নের্তৃত্বে অফিসার ফোর্সসহ সিএমপি চট্টগ্রামে অভিযান পরিচালনা করিয়া তাহাকে গ্রেফতারের চেষ্টা করেন।

অন্যদিকে অপর আসামী মোঃ রুবেলকে গ্রেফতারের লক্ষ্যে পুলিশ সুপারের দিক-নদেশনায় তাক্ষনকি ভাবে অপর একটি টিম অফিসার ইনচার্জ কমলনগর থানার নেতৃত্বে কমলনগর থানার চরলরেঞ্চ এলাকা হইতে তদন্তে প্রকাশিত আসামী মোঃ রুবেল(৩০), পিতা-হোসেন আহাম্মদ, সাং-চরলরেঞ্চ, ৫নং ওয়ার্ড, আব্দুর রব সর্দার বাড়ী, থানা-কমলনগর, জেলা-লক্ষ্মীপুরকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে আসামী মোঃ রুবেল জানায় যে, ভিকটিম ইস্রাফিল এর অটো রিকসাটি ছিনাইয়া নেওয়ার জন্য গত ১৮/০১/২০২৩খ্রি. রাত অনুমান ০৭.১৫ ঘটিকার সময় আসামী ইউসুফ(৪৫) চরলরেঞ্চ বাজার হইতে অটো রিক্সাটি চৌধুরীহাট বাজারে যাওয়ার জন্য ভাড়া করিয়া গনি মিয়ার ব্রীক্স-ফিল্ডের সামনে হইতে আসামী রুবেলকে অটো রিকসায় উঠায়। পথিমধ্যে বক্তগুজের পূর্ব পাশে একটি চায়ের দোকানে আসামী ইউসুফ, রুবেল এবং ভিকটিম ইস্রাফিল (১৮) সহ চা খায়। চা খাওয়ার পর পুনরায় আসামী ইউসুফ ও রুবেল উক্ত অটো রিক্সা উঠিয়া চৌধুরী বাজারে যাওয়ার জন্য রওয়ানা করে। রাত অনুমান ০৮.৪৫ ঘটিকার সময় ঘটনাস্থাল নবীগঞ্জ টু চৌধুরীবাজার পাকা রাস্তার পশ্চিম পাশে পৌঁছিলে আসামী মোঃ ইউসুফ প্রস্রাব করিবে বলিয়া অটো রিকসাটি থামায়। সাথে সাথে রুবেল এবং ইউসুফ রাস্তায় নামে। তাৎক্ষনিক ভাবে মোঃ ইউসুফ অটো রিকসা চালক মোঃ ইস্রাফিলকে অটো রিকসায় বসা অবস্থাায় এক হাতে মুখে চাপ দিয়া অন্যহাতে ঘাড় মটকাইয়া ফেলে। আসামী রুবেল ইস্রাফিলের দুই হাত ধরিয়া রাখে। রাস্তার পাশে জমিনে শোয়াইয়া গলা চাপিয়া মৃত্যু নিশ্চিত করিয়া ব্যাটারী চালিত অটো রিকসা ও ভিকটিম এর ব্যবহৃত মোবাইল ফোনসহ তাহার পকেটে থাকা ৬০০ টাকা ছিনাইয়া নেয়। অতঃপর অটো রিক্সাটি আসামী মোঃ ইউসুফ চালাইয়া আসামী রুবেল অটো রিক্সায় বসাইয়া গ্রামীন মাটির রাস্তায় কড়ইতলা হইয়া ভবানীগঞ্জ কলেজের নিকবর্তী স্থানে সড়কে দাড়াইয়া আসামী ইউসুফ তার সৎ ভাই গ্রেফতারকৃত আসামী মোঃ বেলাল হোসেন এর নিকট ৪০,০০০/-টাকায় অটো রিক্সাটি বিক্রয় করে। আসামী রুবেল ১৫,০০০/-টাকা ভাগ পায়। ভিকটিমের পকেটে থাকা ৬০০ টাকা এবং লুণ্ঠিত মোবাইল ফোনসহ অটো রিকসার বিক্রয়লব্ধ বাকি ২৫,০০০/-টাকা আসামী ইউসুফ রাখে।

পরোক্ বিষয়টি নিয়ে ১৪ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর ুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ মহোদয়।