ভিবি নিউজ ডেস্ক: গত দুইদিন পূর্বে অর্থাৎ ১ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: আনোয়ার হোছাইন আকন্দ মহোদয়ের নির্দেশনা মোতাবেক লক্ষ্মীপুর সদর উপজেলাধীন লাহারকান্দি ইউনিয়নে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেন মোঃ শহিদুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, লক্ষ্মীপুর।
এ সময় মের্সাস ফাতেমা ব্রিকস ও এফএক্স ব্রিকসকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী যথাক্রমে ১,০০,০০০ টাকা ও ৫০,০০০ টাকা জরিমানা করা হয় বলে সূত্র থেকে জানাযায়।
জেলা প্রশাসন সূত্রে আরো জানাযায় ইট ভাটায় অবৈধ জালানি ব্যবহার কারিদের বিরুদ্ধে অচিরেই মোবাইল কোর্ট পরিচালনা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।