লক্ষ্মীপুরে অসহায় দের খাদ্যসামগ্রী দিলেন ইটালী প্রবাসী হিরন ও ব্যাংকার টিটু

ভি বি রায় চৌধুরী: চলমান করোনাভাইরাসে বিশ্ব আজ প্রায় অচল। মহামারি এই করোনাভাইরাস সামাল দিতে গিয়ে উন্নত বিশ্বের প্রভাবশালী ইউএসএ, ইউকে, ফ্রান্স, ইতালী, স্পেন, বেলজিয়াম মত দেশগুলো হিমসিম খাচ্ছে। এরই মধ্যে উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ন বাংলাদেশও আজ এই COVID-19 আক্রান্ত। ইতিমধ্যে আমাদের দেশে সরকারী হিসেবে এই রোগে মারা গেছে ৩৪৯ এবং আক্রান্ত প্রায় ২৪ হাজারের কাছাকাছি।

এতে করে সঙ্গত কারনে মানুষের স্বাভাবিক কাজকর্ম করা সম্ভব হচ্ছে না। এই কারনে গ্রাম অঞ্চলের হতদরিদ্র মানুষের ঘরে আজ খাবার সংকট দেখা দিয়েছে। এতে করে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পশ্চিম নন্দনপুর এলাকায় দরিদ্র অসহায় মানুষজনকে খাদ্য সামগ্রী দিলেন এলাকার কৃতি সন্তান ইতালী প্রবাসী মীর আহম্মদ হিরন ও ব্যাংক কর্মকর্তা রিয়াজুল হাসান টিটুর ব্যক্তিগত অর্থয়ানে।
আজ ১৮ মে সোমবার স্হানীয় নন্দনপুর হিলফুল ফুজুল শান্তি সংঘ সংগঠনের সহযোগিতায় সামাজিক দুরত্ব বজায় রেখে ১৫০ জনেরও বেশি হতদরিদ্রকে চাউল, ডাল সহ খাদ্য সামাগ্রী দেয়া হয়। এসময়ে উপস্হিত ছিলেন ইতালী প্রবাসী মীর আহম্মদ হিরনের পক্ষে তার ভাই দালাল বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও সমাজসেবক মীর মহিউদ্দিন মিরন। পশ্চিম নন্দনপুর এলাকার কৃতি সন্তান, সমাজসেবক, ব্যাংক কর্মকর্তা ও সবার প্রিয় মুখ রিয়াজুল হাসান টিটু, ফয়েজ আহম্মদ সহ স্হানীয় হিলফুল ফুজুল শান্তি সংঘের সেচ্ছাসেবী কর্মিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *