লক্ষ্মীপুরে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথের বিদায় সংবর্ধনা

ভি বি রায় চৌধুরী –

লক্ষ্মীপুরে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। ৫ নভেম্বর শনিবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথের বদলীজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

বিদায় অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অপস) মংনেথোয়াই মারমা, সহকারি পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল আলম চৌধুরী, সহকারি পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদি, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক শাহাদত হোসেন টিটু, জেলা যানবাহন শাখা অফসার ইনচার্জ পুলিশ পরিদর্শক প্রবির কুমার দাস,সদর মডেল থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোছলে উদ্দিন, রায়পুর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক শিপন বড়ুয়া,রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক এমদাদুল হক সহ প্রমূখ।
বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা, ও সন্মননা স্মারক এবং উপহার তুলে দেন জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ। এসময়ে বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথের লক্ষ্মীপুর জেলায় দায়ীত্ব পালান কালে নানান দিক নিয়ে আলোচনা করে তাঁর ভবিষ্যতে উন্নতি কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *