লক্ষ্মীপুরে এসিডে ঝলসে দেয় সুমি বেগমের শরীর
- আপডেটের সময়
Thursday, April 23, 2020
-
142 কতজন পড়েছেন
- বিশেষ প্রতিনিধি- লক্ষ্মীপুর সদর উপজেলার ২ নং দক্ষিণ হামছাদি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আইন উদ্দিন মিজির নতুন বাড়ির মৃত আবুল খায়ের ও আমেনা বেগমের মেয়ে সুমি বেগম(২৫) কে এক দুর্বৃত্ত শাহজামান গতকাল ২২ এপ্রিল রাত্রে পূর্ব পূর্ব সূত্রিতার জের ধরে পরিকল্পিত ভাবে এসিড নিক্ষেপ করে মুখমণ্ডল ও শরীর ঝলসে দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে সুমী বেগমের শোর চিৎকারে আসেপাশে লোকজন ছুটে আসে এবং তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার খবর সরজমিন ঘুরে এসে আমাদের এপ্রতিবেদক জানান।
এই বিষয়ে জানতে চাইলে ২ নং দক্ষিণ হামছাদি ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের মেম্বার মোঃ লিটন মিঞা বলেন, দীর্ঘ দিন যাবৎ উক্ত এসিড নিক্ষেপ কারি শাহজামান এই মহিলাটিকে বিভিন্ন ভাবে উত্যক্ত করে আসায় তাকে এলাকাবাসী এই অঞ্চল থেকে চলে যেতে বলার পরেও সে স্থান ত্যাগ না করে গতকাল রাত্রে এহেন কান্ড ঘটিয়েছে বলে লোক মুখে গুনেছি। ভুক্তভোগী সুমি বেগম বর্তমানে কোথায় আছে জানতে চাইলে মেম্বার লিটন বলেন, লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।