সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরে স্বাধীনতা যুদ্ধে শহীদ আবুসাঈদ”স্বরণে, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার তোফায়েল আহমেদের ” লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার নব নির্বাচিত কার্যকরি কমিটির সদস্য বৃন্দের র্পুনাঙ্গ তালিকা লক্ষ্মীপুরে পারিবারিক কলহে ঘরে আগুন দুই সন্তানের মৃত্যু, স্ত্রী দগ্ধ লক্ষ্মীপুরে শেয়ার হোল্ডারের মৃত্যুতে আলিফ-মীম হাসপাতাল কর্তৃক আর্থিক অনুদান চাঁদপুর-৩ আসনে নৌকার পক্ষে মনোনয়নপত্র নিলেন সুজিত রায় নন্দী আইনজীবী সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার নির্বাচনে মোঃ নাহিদ যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্বামী-স্ত্রীর উপর সন্ত্রাসী হামলা লক্ষ্মীপুরে অসহায়দের মধ্যে বিনামূল্যে ঢেউটিন, চেক ও হুইলচেয়ার বিতরণ করেন সাংসদ নুরউদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক বিনু সকলের কাছে দোয়া প্রার্থনা করছেন লক্ষ্মীপুর সদরে প্রানে হত্যার ভয়ভীতি দেখিয়ে স্ট্যাম্প, চেক ও আইডি কার্ড ছিনতাই, কোর্টে মামলা লক্ষ্মীপুরে বিএনপি নেতা ট্রাংক মানিক সহ ৩ জনের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা জিয়া, এরশাদের আমলে দেশের উন্নয়ন হয়নি, শেখ হাসিনা উন্নয়ন করেছেন : মন্ত্রী তাজুল ইসলাম রামগঞ্জে মন্দিরের সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেয়ায় এলাকায় সনাতনী সম্প্রদায়ের ক্ষোভ লক্ষ্মীপুরের রামগঞ্জ অভয় পাটোয়ারী বাড়ির গৌড় মন্দিরের সিমানা প্রাচির নিয়ে দন্দ,অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা লক্ষ্মীপুর -৩ সদর আসনের নির্বাচনে অনিয়ম রোধে অনুসন্ধান কমিটি
লক্ষ্মীপুরের রায়পুর থানা পরিদর্শক আব্দুল জলিলের কিছু কথা

লক্ষ্মীপুরের রায়পুর থানা পরিদর্শক আব্দুল জলিলের কিছু কথা

ভিবি নিউজ-অপরাধীরা হয় ভালো হয়ে যাবে না হয় এলাকা ছাড়বে। আমি লোক দেখানো কাজে বিশ্বাসী না। আমার দৌড়ানোর সময় এখনি। আমি আমার সহকর্মীদের বলেছি, দ্বায়িত্ব পালনে কারো ড্রেসকোড দেখে মূল্যায়ন করতে নিষেধ করেছি। যিনি আমার থানায় অভিযোগ নিয়ে আসবেন তাকে ব্যবহার দিয়ে সেবার সু্যোগ করে দেওয়ার নির্দেশ দিয়েছি। যিনি ভুক্তভোগী আমার কাছে থানায় এসে এত কষ্ট করে সেবা নিতে এসেছেন, তার বাড়ি পর্যন্ত গিয়ে সেবার মনোনিবেশ রাখবো আমরা। আমার উপর আস্থা রাখুন, আমি আল্লাহর উপর ভরসা রেখে বলছি। পুলিশ জনগনের বন্ধু এটাই বাস্তবায়ন করবো রায়পুরে” ইনশাল্লাহ”। অবৈধ তদ্ববির, মাদক, ইভটিজিং, চুরি ডাকাতি রোধে কার্যকর ভূমিকা থাকবে। আপনাদের জন্য আমি ভোর ৫টা পর্যন্ত যে কোন সমস্যায় জেগে থাকবো। আমি রায়পুরে প্রথম সাব ইনস্পেক্টার ছিলাম আমি সেই ভাবে সুনামের সাথে কাজ করে যেতে চাই ওসি হয়েও। আমি কান কথায় বিশ্বাস করি না। থানায় আসবেন প্রয়োজন থাকলে আসবেন, অহেতুক থানায় এসে তদ্ববির করবেন না। আমি আপনাদের একজন ভাই হয়ে রায়পুরে যে কয়দিন সরকারি দায়িত্ব পালনে আল্লাহ রাখবেন, ততদিন পাশেই পাবেন।

রায়পুর সাংবাদিক ইউনিয়ন এর সাথে মতবিনিময়ে কালে অফিসার ইনচার্জ আঃ জলিল এ-সব কথা বলেন।