ভিবি নিউজ-অপরাধীরা হয় ভালো হয়ে যাবে না হয় এলাকা ছাড়বে। আমি লোক দেখানো কাজে বিশ্বাসী না। আমার দৌড়ানোর সময় এখনি। আমি আমার সহকর্মীদের বলেছি, দ্বায়িত্ব পালনে কারো ড্রেসকোড দেখে মূল্যায়ন করতে নিষেধ করেছি। যিনি আমার থানায় অভিযোগ নিয়ে আসবেন তাকে ব্যবহার দিয়ে সেবার সু্যোগ করে দেওয়ার নির্দেশ দিয়েছি। যিনি ভুক্তভোগী আমার কাছে থানায় এসে এত কষ্ট করে সেবা নিতে এসেছেন, তার বাড়ি পর্যন্ত গিয়ে সেবার মনোনিবেশ রাখবো আমরা। আমার উপর আস্থা রাখুন, আমি আল্লাহর উপর ভরসা রেখে বলছি। পুলিশ জনগনের বন্ধু এটাই বাস্তবায়ন করবো রায়পুরে” ইনশাল্লাহ”। অবৈধ তদ্ববির, মাদক, ইভটিজিং, চুরি ডাকাতি রোধে কার্যকর ভূমিকা থাকবে। আপনাদের জন্য আমি ভোর ৫টা পর্যন্ত যে কোন সমস্যায় জেগে থাকবো। আমি রায়পুরে প্রথম সাব ইনস্পেক্টার ছিলাম আমি সেই ভাবে সুনামের সাথে কাজ করে যেতে চাই ওসি হয়েও। আমি কান কথায় বিশ্বাস করি না। থানায় আসবেন প্রয়োজন থাকলে আসবেন, অহেতুক থানায় এসে তদ্ববির করবেন না। আমি আপনাদের একজন ভাই হয়ে রায়পুরে যে কয়দিন সরকারি দায়িত্ব পালনে আল্লাহ রাখবেন, ততদিন পাশেই পাবেন।
রায়পুর সাংবাদিক ইউনিয়ন এর সাথে মতবিনিময়ে কালে অফিসার ইনচার্জ আঃ জলিল এ-সব কথা বলেন।