♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
লক্ষ্মীপুর প্রতিনিধি – লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরবংশি বাজার স্টিলব্রীজ সংলগ্ন রাস্তার দক্ষিণে অবস্থিত সরকারি খালের উপর অবৈধ উপায়ে পেশীশক্তির জোরে ব্রীজ করার অভিযোগ উঠেছে।
সরজমিন ঘুরে এসে এপ্রতিবেদক জানান যে চরবংশি নিবাসী আল-তাছিন হোটেল এন্ড রেষ্টুরেন্টের মালিক মোঃ সুমন বেপারী এলাকার একজন প্রভাবশালী ব্যাক্তি। তিনি দীর্ঘদিন এই বাজারে হোটেল ব্যাবসা চালিয়ে আসছেন। ব্যাবসার পরিধি বিস্তারে তিনি পানি উন্নয়ন বোর্ডের খালের উপর সরকারি বিধিনিষেধ না মেনে তার নির্মিত ভবনে যাওয়ার জন্য একটি ব্রীজ নির্মান করেছেন।
এই বিষয়ে অভিযুক্ত মোঃ সুমন ব্যাপারীর নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড থেকে অনুমতি এনেই এই হেন কাজে হাত দিয়েছি। দেখতে চাইলে তিনি কাগজ দেখাবেন বলেছেন। এই নিউজ লেখা পর্যন্ত তিনি কোন কাগজ দেখাতে পারেন নি।
এই বিষয়ে চাুর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারি পরিচাল জাহাঙ্গীর আলমের নিকট জানতে চাইলে তিনি বলেন আমাদের অফিস থেকে এরকম কোন অনুমতি দেওয়া হয়নি।তদুপরিও আমরা ২০২১ সালে লক্ষ্মীপুরের রায়পুর,রামগঞ্জ, লক্ষ্মীপুরের কিছু অংশ লক্ষ্মীপুর অফিসের আওতাধীন ছেড়ে দিয়েছি।তিনি আরো বলেন তার কাগজ দেখে আমাকে মেইলে পাঠান, সত্যতা যাচাই আন্তে প্রচলিত আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।
এই বিষয়ে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাশ বলেন বিষয়টি আমার নলেজে এসেছে,আমি পানি উন্নয়ন বোর্ড কে জানিয়েছি। অচিরেই উক্ত কালবার্টটি উচ্ছেদ করে দেওয়া হবে।