ভিবি নিউজ ডেস্ক:
লক্ষ্মীপুরের রায়পুর থানার চিত্র পাল্টে দিয়েছেন ওসি মো. আব্দুল জলিল। এখন আগের তুলনায় থানায় সেবার মানও বেড়েছে। থানা মানেই কাজ হয় না, এমন ধারনা জনসাধারণের। তবে জনসাধারণের সেই ধারনা পাল্টে দিয়েছেন রায়পুর থানা পরিদর্শক আব্দুল জলিল। এছাড়াও থানাকে দালালমুক্ত করতেও সক্ষম হয়েছেন তিনি। থানায় সেবা নিতে আসা লোকজন টাকা ছাড়াই এখন সাধারণ ডায়েরি (জিডি), অভিযোগ ও মামলা লেখা অন্তর্ভুক্ত করতে পারছেন। থানা চত্বরে ময়লা পরিষ্কার করাসহ থানা চত্তরে সবজি বাগান, দর্শনীয় ফুলের বাগান করায় সৌন্দৰ্য্য বৃদ্ধি পেয়েছে। এই স্থাপনার সৌন্দর্য বৃদ্ধি ও দৃষ্টিনন্দন করতে এবং সহজেই মানুষকে সেবা দিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি। মো. আব্দুল জলিল
যোগদানের পর থেকেই নিজের আধুনিক কর্মদক্ষতায় চেষ্টা করে যাচ্ছেন মাদক, সন্ত্রাস, ইভটিজিং, জঙ্গিবাদ, বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে। শুরু থেকেই উপজেলাব্যাপী মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক নির্মূলের চেষ্টা করছেন তিনি। আমাদের রায়পুর প্রতিনিধি মোঃ মাসুদের সাথে কথা হলে ওসি মো. আব্দুল জলিল বলেন, লক্ষ্মীপুর জেলা পুলিশের নির্দেশে যোগদানের পর থেকেই মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার, নিয়মিত অভিযানে ইভটিজিং, বাল্যবিয়ে, মারপিট থেকে শুরু করে প্রায় সকল ধরনের অপরাধ প্রবণতা অনেকটা কমাতে সক্ষম হয়েছি। তিনি আরো বলেন, কোনো চাওয়া-পাওয়ার জন্য নয়, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ভালো লাগার জায়গা থেকে কাজগুলো করেছি। থানার মূল ফটকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, প্রধানমন্ত্রীর ছবি, আইজিপি বেনজির আহম্মেদের ছবি এবং রায়পুর থানার মানবিক সকল কাজের স্থির চিত্র স্থাপন করব। মানবিক ও জনবান্ধব পুলিশ হিসেবে জনগণের পাশে দাঁড়াতে কাজ করে যাচ্ছি। এসময় অপরাধমুক্ত সমাজ গড়তে সাংবাদিক, সুশীল সমাজসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।