ভিবি নিউজ ডেস্ক:লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ কেরোয়া দরগাখলা এলইডি মিনি ডে-নাইট ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সোনাপুর যুব সংঘ। ২৬ এপ্রিল বুধবার রাত আটটায় উপজেলার কেরোয়া ইউনিয়নের দক্ষিণ কেরোয়া দরগাখলা এলাকার যুবসমাজের আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল খেলা কৃত্রিম আলোয় অনুষ্ঠিত হয়। এতে স্হানীয় দরগাখলা মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় দরগাখলা শান্তি সংঘ স্পোর্টিং ক্লাব (১০২ রান অলআউট ) কে ২৬ রানে হারিয়ে সোনাপুর যুব সংঘ (আগে ব্যাটিং করে ৮ ওভারে ১২৮ রান) চ্যাম্পিয়ন হয়। ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন সোনাপুর যুব সংঘের রাজু। খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি দালাল বাজারস্হ আলিফ মীম হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আমির হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
কেরোয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আমী লীগের সভাপতি মোঃ খিজির আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরোয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ শাহ আলম মাস্টার, আলিফ মীম হাসপাতালের ডাক্তার মোঃ নুরুল আলম জিয়া, বিশিষ্ট সমাজসেবক মোঃ ফারুক হোসেন মিয়াজি, কেরোয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ফিরোজ আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলিফ মীম হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আমির হোসেন বলেন,
আমি প্রথমে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি টুনামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে পারার জন্য, সাথে সাথে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোরে জন্য দক্ষিণ কেরোয়া দরগাখলা এলইডি মিনি ডে-নাইট ক্রিকেট টুর্ণামেন্ট আয়োজন সার্বিক সহযোগিতায় জড়িত সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আলহাজ্ব আমির হোসেন আরও বলেন, আমরা সবাই যেন নিঃস্বার্থভাবে নিজেদের শ্রম, ঘাম, অর্থ ও মেধা দিয়ে গঠনমূলক কাজের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। সবাই যেন দল-মত নির্বিশেষে নিজ নিজ অবস্থান থেকে সমাজসেবা মূলক কাজ করি। মাদককে না বলে এলাকার যুবকরা যেন বিভিন্ন খেলাধুলার মাধ্যমে সময় অতিবাহিত করে। আমি আপনাদের পাশে আছি এবং আগামীদিনেও পাশে থাকবো। আেি কথ চাই, আপনাদের হাতে যে Android মোবাইল ফোন আছে তা দিয়ে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো এ মোবাইল ফোন দিয়ে আপনারা কোনো গেম বা নেশা জাতীয় কোনো খারাপ কাজ না করে ভালো কাজগুলো করে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এতে করে দেশও এগিয়ে যাবে।
ইকরাউল কুরআন মডেল একাডেমির সিনিয়র সহকারী শিক্ষক জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেরোয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউপি সদস্য সিরাজুল ইসলাম শিপন মোল্লা, মোল্লার হাট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তৌহিদুল আমিন জগনু, কেরোয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আরিফুল ইসলাম আরিফ, সমাজসেবক মোঃ হারুনর রশীদ, কেরোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম সরকার, রায়পুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক তানজিল কামাল, বিশিষ্ট সমাজসেবক মোঃ মনির হোসেন বাবু, বিশিষ্ট সমাজসেবক মোঃ আলী হোসেন, কেরোয়া ইউনিয়ন বিএনপি ২নং ওয়ার্ড সভাপতি খোরশেদ আলম মোল্লা, বিশিষ্ট সমাজসেবক মোঃ সহেল আহমেদ। টুর্ণামেন্ট আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক রেমিট্যান্স যোদ্ধা ও সমাজসেবক ইন্জিনিয়ার কাজী মোঃ মনজুরুল আলম।
When time is of the matter and you need to sell your property quickly, Ibuyers are a fantastic option to consider and should be given careful attention. When you need to sell your home as quickly as possible. They supply a clear and rapid way that enables you to go on to the next piece of property or circumstance. Home buyers have the option of making sellers an offer in the form of cash, and they may also acquire residences in whatever condition. Homebuyers have the option of selecting residences regardless of the visual condition of the outside. They have made it a priority to do all in their power to ensure that their customers get the highest possible offer for the sale of their homes. Visit https://www.ibuyers.app/alabama/ibuyer-opelika-al/.
জানা গেছে, দক্ষিণ কেরোয়া দরগাখলা এলইডি মিনি ডে-নাইট ক্রিকেট টুর্ণামেন্ট আয়োজন সার্বিক সহযোগিতায় ছিলেন জাহাঙ্গীর হোসেন, ফিরোজ আলম, নর রহমান, নুরে আলম নাইম, প্রিন্স মাহমুদ, মোঃ শাহাদত হোসেন, মোঃ নাহিদ হোসেন, রুবেল হোসেন, আব্দুর রহিম বেচু, মোঃ আবির হোসেন রাজু। ষোল দল নিয়ে গত মার্চ মাসের ১৬ তারিখ টুর্ণামেন্ট শুরু হয়। এতে চারটি দল নিয়ে ৪ গ্রুপের রাউন্ড রবীন লীগ পদ্ধতিতে খেলা হয়। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানারআপ দল কোয়ার্টার ফাইনাল খেলে সেমিফাইনালে উঠে ভাইবন্ধু একাদশ, দরগাখলা একাদশ, লাল মসজিদ একাদশ ও সোনাপুর একাদশ।