ভিবি নিউজ ডেস্ক: লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড গাছি বাড়ির মৃত শাহাবুদ্দিনের জামাতা মোঃ ইউসুফের কাছ থেকে ১৫ মার্চ ২০২৩ ইং রোজ বুধবার সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিকায় কোরবান আলীর পুত্র শাহিন গংরা ৫০১৬৫ টাকা একটি আংটি ও ঘড়ি লুটে নেয়ার বিষয়ে রায়পুর থানায় অভিযোগ হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে
সরজমিন ঘুরে এসে আমাদের এপ্রতিবেদক জানান বগা রাখালীয়া সোনাপুর ইউনিয়নের বাসিন্দা আলী আহম্মদের পুত্র মোঃ ইউছুফ
দেশীয় অস্ত্রসস্ত্রসহ তেড়ে এসে ইউছুফের উপড় চড়াও হয়। এরই ধারাবাহিকতায় কোন একসময়ে ইউছুফের লুঙ্গীর কোচা থেকে সেই টাকা গুলো লোপাট হয় বা খোয়া যায়। তবে নিদৃষ্ট করে ভুক্তভোগী ও এলাকাবাসী কেহই সঠিক কোন তথ্য দিতে পারেন নি।
এলাকাবাসী সূত্রে আরো জানা যায় ইউছুফের সাথে অতর্কিত হামলা হওয়া সঠিক, টাকার বিষয়ে তিনি চিৎকার করে বলেছেন এলাকার মুদী দোকান মালিক শুনেছেন। ঔষধ দোকান মালিক আরিফ বলেছেন আমি দেখেছি, কি নিয়ে মোঃ ইউছুফের সাথে ধস্তাধস্তি বা ধাক্কাধাক্কি হচ্ছে, তবে তিনি টাকার বিষয়ে কিছু বলতে পারেন নি।
এই বিষয়ে বিবাদী শাহিনের নিকট জানতে চাইলে তিনি বিষয়টি সম্পূর্ণ ভাবে মিথ্যাচার বলে এপ্রতিবেদক কে জানান।