সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলামের আগমনে জেলাপ্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের শুভেচ্ছা কমলনগর উপজেলা আ’ লীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিনের সুস্থতায় কমল নগরের মানুষের মাঝে আনন্দ অশ্রু বৃহত্তর নোয়াখালী আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা -২০২৩ লক্ষ্মীপুর কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত ফুটপাত দখলমুক্ত করা প্রয়োজন ঔষধ কোম্পানি গুলো মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফেরত নিতে গড়িমসি করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ভোক্তারা লক্ষ্মীপুরে অস্ত্র -গুলি সহ যুবলীগ নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার, লক্ষ্মীপুর -৩ সদর আসনের নির্বাচনে অনিয়ম রোধে অনুসন্ধান কমিটি লক্ষ্মীপুরের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড,মাকসুদ কামালকে ফুলেল শুভেচ্ছা প্রদান দুস্থ মানবতার সেবায় এগিয়ে আসা “সমিতি ওমান ” কর্তৃক চট্টগ্রামে ইফতার সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপার কে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান পবিত্র ঈদে মিলাদুন্নবী স্বরণে মেহেদী হাসান রাসেলের কুরআন ও হাদিসের আলোকে উপস্থাপন  লক্ষ্মীপুরে নতুন পুলিশ সুপার আকতার হোসেন লক্ষ্মীপুরে যুবদল নেতা ইকবালের নেতৃত্বে সৌদি প্রবাসীর জমি দখল করে দেওয়ার অভিযোগ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নে মোঃ ইউছুফের কাছথেকে শাহিন গংরা ৫০হাজার টাকা লুটে নেয়ায় থানায় অভিযোগ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নে মোঃ ইউছুফের কাছথেকে শাহিন গংরা ৫০হাজার টাকা লুটে নেয়ায় থানায় অভিযোগ

ভিবি নিউজ ডেস্ক: লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড গাছি বাড়ির মৃত শাহাবুদ্দিনের জামাতা মোঃ ইউসুফের কাছ থেকে ১৫ মার্চ ২০২৩ ইং রোজ বুধবার সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিকায় কোরবান আলীর পুত্র শাহিন গংরা ৫০১৬৫ টাকা একটি আংটি ও ঘড়ি লুটে নেয়ার বিষয়ে রায়পুর থানায় অভিযোগ হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে
সরজমিন ঘুরে এসে আমাদের এপ্রতিবেদক জানান বগা রাখালীয়া সোনাপুর ইউনিয়নের বাসিন্দা আলী আহম্মদের পুত্র মোঃ ইউছুফ

তার শশুর বাড়ি বামনী ইউনিয়ন গাছিবাড়িতে শালাবউ হোসনেয়ারা বেগমের নিকট ৫০ হাজার টাকা ধার চাইলে তিনি পূর্ব কথিত মতে ঘটনার দিন আসতে বলায় যথা সময়ে ইউছুফ শশুরালয়ে আসেন। পরবর্তিতে শালাবউ উল্লেখিত টাকা দিলে তিনি লুঙ্গীর কোচে টাকা নিয়ে রাখেন। আরো জানা যায় ইউছুফের শশুর বাড়ি জায়গাজমি নিয়ে কতিপয় লোকদের সাথে দীর্ঘদীন যাবৎ বিবাদ চলে আসছে। তারই ফলশ্রুতিতে ঘটনার দিন ইউছুফের শালাবউ তাকে একটা বিষয়ে জানালে মোঃ ইউছুফ উক্ত ঘটনার বিষয়ে জানতে চাওয়ায় প্রতিপক্ষের সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ শাহিন গংরা

দেশীয় অস্ত্রসস্ত্রসহ তেড়ে এসে ইউছুফের উপড় চড়াও হয়। এরই ধারাবাহিকতায় কোন একসময়ে ইউছুফের লুঙ্গীর কোচা থেকে সেই টাকা গুলো লোপাট হয় বা খোয়া যায়। তবে নিদৃষ্ট করে ভুক্তভোগী ও এলাকাবাসী কেহই সঠিক কোন তথ্য দিতে পারেন নি।
এলাকাবাসী সূত্রে আরো জানা যায় ইউছুফের সাথে অতর্কিত হামলা হওয়া সঠিক, টাকার বিষয়ে তিনি চিৎকার করে বলেছেন এলাকার মুদী দোকান মালিক শুনেছেন। ঔষধ দোকান মালিক আরিফ বলেছেন আমি দেখেছি, কি নিয়ে মোঃ ইউছুফের সাথে ধস্তাধস্তি বা ধাক্কাধাক্কি হচ্ছে, তবে তিনি টাকার বিষয়ে কিছু বলতে পারেন নি।
এই বিষয়ে বিবাদী শাহিনের নিকট জানতে চাইলে তিনি বিষয়টি সম্পূর্ণ ভাবে মিথ্যাচার বলে এপ্রতিবেদক কে জানান।