ভিবি নিউজ মিডিয়া – ৩০ সেপ্টেম্বর ২০২২ ইং রোজ শুক্রবার সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসবমুখর শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে লক্ষীপুর জেলার রায়পুর থানাধীন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), লক্ষীপুর-এর সভানেত্রী
সেলিনা মাহফুজ মহোদয়। এছাড়া আরো উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, মেয়র, রায়পুর পৌরসভা, গিয়াস উদ্দিন রুবেল ভাট, অফিসার ইনচার্জ, রায়পুর থানা শিপন বড়ুয়া। এসময় আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত লক্ষীপুর জেলা পুলিশের সদস্যবৃন্দ ও আনসার সদস্যবৃন্দকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ প্রদান করেন এবং কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যেন ঘটতে না পারে সেদিকে খেয়াল রাখার জন্য বলেন পুলিশ সুপার মহোদয়।