লক্ষ্মীপুর থেকে ভি বি রায় চৌধুরী – ১৬ জুন ২০২১ ইং তারিখে রায়পুর থানার অফিসার ইনচার্জ আবদুল জলিলের নেতৃত্বে রায়পুর থানায় কর্মরত এসআই- আলী আশরাফ জুয়েল সংগীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী- মোঃ আরিফ হোসেন , পিতা- মৃত মোস্তফা হোসেন , মাতা- রোকেয়া বেগম, সাং- চরপাতা (মনির উদ্দিন বেপারী) বাড়ী, ৫নং ওয়ার্ড, ৫নং চরপাতা ইউপি, থানা-রায়পুর, জেলা-লক্ষ্মীপুরকে- ১৯ (উনিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করিয়া নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করার খবর পাওয়া যায়।
এই বিষয়ে জানতে চাইলে রায়পুর থানা ইনচার্জ পরিদর্শক আব্দুল জলিল বলেন, আরিফ হোসেন নামে ১৯ পিচ ইয়াবা সহ একজন কে গ্রেপ্তার করা হয়েছে এবং মাদক আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।