সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরে স্বাধীনতা যুদ্ধে শহীদ আবুসাঈদ”স্বরণে, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার তোফায়েল আহমেদের ” লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার নব নির্বাচিত কার্যকরি কমিটির সদস্য বৃন্দের র্পুনাঙ্গ তালিকা লক্ষ্মীপুরে পারিবারিক কলহে ঘরে আগুন দুই সন্তানের মৃত্যু, স্ত্রী দগ্ধ লক্ষ্মীপুরে শেয়ার হোল্ডারের মৃত্যুতে আলিফ-মীম হাসপাতাল কর্তৃক আর্থিক অনুদান চাঁদপুর-৩ আসনে নৌকার পক্ষে মনোনয়নপত্র নিলেন সুজিত রায় নন্দী আইনজীবী সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার নির্বাচনে মোঃ নাহিদ যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্বামী-স্ত্রীর উপর সন্ত্রাসী হামলা লক্ষ্মীপুরে অসহায়দের মধ্যে বিনামূল্যে ঢেউটিন, চেক ও হুইলচেয়ার বিতরণ করেন সাংসদ নুরউদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক বিনু সকলের কাছে দোয়া প্রার্থনা করছেন লক্ষ্মীপুর সদরে প্রানে হত্যার ভয়ভীতি দেখিয়ে স্ট্যাম্প, চেক ও আইডি কার্ড ছিনতাই, কোর্টে মামলা লক্ষ্মীপুরে বিএনপি নেতা ট্রাংক মানিক সহ ৩ জনের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা জিয়া, এরশাদের আমলে দেশের উন্নয়ন হয়নি, শেখ হাসিনা উন্নয়ন করেছেন : মন্ত্রী তাজুল ইসলাম রামগঞ্জে মন্দিরের সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেয়ায় এলাকায় সনাতনী সম্প্রদায়ের ক্ষোভ লক্ষ্মীপুরের রামগঞ্জ অভয় পাটোয়ারী বাড়ির গৌড় মন্দিরের সিমানা প্রাচির নিয়ে দন্দ,অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা লক্ষ্মীপুর -৩ সদর আসনের নির্বাচনে অনিয়ম রোধে অনুসন্ধান কমিটি
লক্ষ্মীপুরের রায়পুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পরিষদের ৭ সদস্যের দুর্নীতির অভিযোগ

লক্ষ্মীপুরের রায়পুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পরিষদের ৭ সদস্যের দুর্নীতির অভিযোগ

ভিবি নিউজ-জেলার রায়পুর উপজেলায় এক ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে ২২ টি দুর্নীতির অভিযোগ এনেছেন ঐ পরিষদের সাত সদস্য। ‘অভিযুক্ত’ দঃ চর আবাবিল ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দিন ব্যাপারীর বিরুদ্ধে গত ১০ জুন বুধবার পরিষদের ৭ জন সদস্যে একযোগে জেলা প্রশাসক বরাবর নানানরকম দুর্নীতি – অনিয়ম তুলে ধরে লিখিত এক অভিযোগ দেন।

এতে অভিযোগকারী ইউপি সদস্যরা হলেন। ১নং খোরশেদ আলম, ৪নং শাহআলম, ৫নং তাজুল ইসলাম, ৭নং মুসলিম, ৯নং বুলবল, সংরক্ষিত নারী ১-২-৩ নং মরিয়ম ও সংরক্ষিত ৭-৮-৯নং ফিরোজা বেগম।
অভিযোগ সুত্রে জানা গেছে, বিগত বছরে চেয়ারম্যান নাসিরউদ্দিন আইন কানুন না মেনে নিজ খেয়াল খুশি মত সব কার্যক্রম করে থাকেন। তিনি বিভিন্ন ত্রাণ বিতরণ, ভিজিএফ, ভিজিডি, এলজিএসপি প্রকল্প, ৪০ দিনের কর্মসূচি, হত’দরিদ্রদের বরাদ্দ, কাবিখা প্রকল্প, ওয়ান পার্সেন্টসহ প্রত্যেক খাতে অনিয়ম করেন বলে পরিষদের সদস্যরা জানান।
অভিযোগকারী পরিষদ সদস্য জানান আমরা তার অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলতে পারি না। কিছু বলতে গেলেই তিনি আমাদের উপর চড়াও হন।
জানা গেছে চেয়ারম্যানের এসব দূর্নীতি-অনিয়ম অর্থ আত্মসাৎ স্বজনপ্রীতিসহ স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ পরিষদের অধিকাংশ সদস্য- সদস্যারা এভাবে বিভিন্ন কাজে অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে তিনি লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন।

চেয়ারম্যান নাসিউদ্দিনের বিরুদ্ধে যত অভিযোগ:-
২০১৬-১৭ অর্থ বছরে ৯ নং ওয়ার্ডে ট্রাক্স আদায় করে পঁচিশ লক্ষ (২৫’০০’০০০) টাকা আত্মসাৎ করেন।
২০১৭-১৮ অর্থ বছরে জলিল মোল্লাবাড়ি কমিউনিটি ক্লিনিক সংস্কারের নামে চেয়ারম্যানের যোগসাজসে তার পুত্র ফারুক ভুয়া কমিটির মাধ্যমে তিন লক্ষ (৩’০০’০০০) টাকা আত্মসাৎ করেন।
২০১৮-১৯ অর্থ বছরে বালুধুম বিলের পানি নিঃস্কাশনের জন্য এর খনন কাজে হত দরিদ্র কর্মসূচি প্রকল্পে ৬৯ জন শ্রমিকের অনুকূলে পাঁচ লক্ষ বায়ান্ন হাজার (৫’৫২’০০০) টাকা কারসাজি করেন।
২০১৮-১৯ অর্থ বছরে হত দরিদ্র কর্মসূচির অধীনে উদমারা হইতে চরপক্ষী খাল পুন: খননে বিধি বহির্ভূতভাবে চেয়ারম্যান নিজেই সভাপতি হয়ে ৪৪ শ্রমিকের অনুকূলে তিন লক্ষ বায়ান্ন হাজার (৩’৫২’০০০) টাকা তুলে নেন।
চেয়ারম্যান পুত্র ফয়সলের নামে ন্যায্য মুল্যের চাউলের ডিলারশীপ দিয়ে দুর্নীতি করার অভিযোগে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে ধৃত হয়ে ৫০,০০০ টাকা জরিমানা প্রদান।
পরিষদের মাত্র তিনজন সদস্যকে পর্যায়ক্রমে সকল ওয়ার্ডের প্রকল্প কমিটির সভাপতি দেখাইয়া ৯টি ওয়ার্ডের প্রকল্পে কাজ করে টাকা উত্তোলন।
এক ওয়ার্ডের কাজ পছন্দের অন্য ওয়ার্ডের সদস্য দ্বারা করানো।
ঘর বিতরণে ভূমিহীনদের নিকট থেকে কৌশলে ২০/৩০ হাজার টাকা করে আদায় করা।
সকল সদস্যদের নিয়ে মাসিক মিটিং যথা সময়ে না করা।
বিধবা ভাতা, ভিজিএফ, ভিজিডি ও কাবিখা প্রকল্পে নয়-ছয় সহ হরেক রকমের মোট ২২ অভিযোগ আনা হয়েছে।

এসব অভিযোগের ব্যাপারে চেয়ারম্যান নাসিরউদ্দিনের নিকট তার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। কিছু লোক তার মান সম্মান নষ্ট করার জন্য উদ্দেশ্য মূলক ষড়যন্ত্র করে চলেছে।