সংবাদ শিরোনামঃ
মানবতার সেবক নিউজিল্যান্ডের অধিবাসী ৭৪ বছর বয়সী ডাক্তার এড্রিক বেকার পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব হিসাবে মোহাম্মদ নুরজ্জামানের যোগদান লক্ষ্মীপুরে কর্মী ও জনবান্ধব নেতা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট নুরউদ্দিন লক্ষ্মীপুরের কমলনগরে জনপ্রিয়তার শীর্ষে আ’লীগ নেতা মোঃ নিজাম উদ্দিন লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ঘোষণা শ্রেষ্ঠ ওসি মোসলেহ্ উদ্দিন,শ্রেষ্ঠ টিআই সাজ্জাদ কবির বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কর্তৃক চট্রগ্রাম উত্তর জেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজারে একটি পুলিশ তদন্ত কেন্দ্র আবশ্যক, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এলাকা বাসির দাবী লক্ষ্মীপুরের কৃতিসন্তান আনোয়ারুল হক ছলেমা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান কামাল ফার্মারের ৫১ তম জন্মদিনে তিনি সকলের আশির্বাদ /দোয়া প্রার্থী পশ্চিম লক্ষ্মীপুরের কবির হোসেন কে হুমকি ধমকি দেওয়ায় রুবেল পাটোয়ারী গং দের বিরুদ্ধে সাধারন ডায়রি লক্ষ্মীপুরে মোখার পরিস্থিতি অবলোকনে উপকূলীয় অঞ্চলে পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ লক্ষ্মীপুরে ডাবল মার্ডার মামলায় জিহাদীকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশ সুপারের প্রেস  ব্রিফিং রামগঞ্জে বোনের বাল্যবিয়ের প্রতিবাদ করায় ভাই কারাগারে? রামগঞ্জে বোনের বাল্যবিয়ের প্রতিবাদ করায় ভাই কারাগারে? লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারে বিকাশ সরকার কে রক্তাক্ত জখম করার বিষয়ে সোহাগের বিরুদ্ধে থানায় অভিযোগ লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে ছোট ভাইয়ের বৌকে যৌন হয়রানি করার বিরুদ্ধে ভাসুর দীপনেরৃ প্রতিবাদ
লক্ষ্মীপুরের রায়পুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পরিষদের ৭ সদস্যের দুর্নীতির অভিযোগ

লক্ষ্মীপুরের রায়পুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পরিষদের ৭ সদস্যের দুর্নীতির অভিযোগ

ভিবি নিউজ-জেলার রায়পুর উপজেলায় এক ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে ২২ টি দুর্নীতির অভিযোগ এনেছেন ঐ পরিষদের সাত সদস্য। ‘অভিযুক্ত’ দঃ চর আবাবিল ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দিন ব্যাপারীর বিরুদ্ধে গত ১০ জুন বুধবার পরিষদের ৭ জন সদস্যে একযোগে জেলা প্রশাসক বরাবর নানানরকম দুর্নীতি – অনিয়ম তুলে ধরে লিখিত এক অভিযোগ দেন।

এতে অভিযোগকারী ইউপি সদস্যরা হলেন। ১নং খোরশেদ আলম, ৪নং শাহআলম, ৫নং তাজুল ইসলাম, ৭নং মুসলিম, ৯নং বুলবল, সংরক্ষিত নারী ১-২-৩ নং মরিয়ম ও সংরক্ষিত ৭-৮-৯নং ফিরোজা বেগম।
অভিযোগ সুত্রে জানা গেছে, বিগত বছরে চেয়ারম্যান নাসিরউদ্দিন আইন কানুন না মেনে নিজ খেয়াল খুশি মত সব কার্যক্রম করে থাকেন। তিনি বিভিন্ন ত্রাণ বিতরণ, ভিজিএফ, ভিজিডি, এলজিএসপি প্রকল্প, ৪০ দিনের কর্মসূচি, হত’দরিদ্রদের বরাদ্দ, কাবিখা প্রকল্প, ওয়ান পার্সেন্টসহ প্রত্যেক খাতে অনিয়ম করেন বলে পরিষদের সদস্যরা জানান।
অভিযোগকারী পরিষদ সদস্য জানান আমরা তার অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলতে পারি না। কিছু বলতে গেলেই তিনি আমাদের উপর চড়াও হন।
জানা গেছে চেয়ারম্যানের এসব দূর্নীতি-অনিয়ম অর্থ আত্মসাৎ স্বজনপ্রীতিসহ স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ পরিষদের অধিকাংশ সদস্য- সদস্যারা এভাবে বিভিন্ন কাজে অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে তিনি লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন।

চেয়ারম্যান নাসিউদ্দিনের বিরুদ্ধে যত অভিযোগ:-
২০১৬-১৭ অর্থ বছরে ৯ নং ওয়ার্ডে ট্রাক্স আদায় করে পঁচিশ লক্ষ (২৫’০০’০০০) টাকা আত্মসাৎ করেন।
২০১৭-১৮ অর্থ বছরে জলিল মোল্লাবাড়ি কমিউনিটি ক্লিনিক সংস্কারের নামে চেয়ারম্যানের যোগসাজসে তার পুত্র ফারুক ভুয়া কমিটির মাধ্যমে তিন লক্ষ (৩’০০’০০০) টাকা আত্মসাৎ করেন।
২০১৮-১৯ অর্থ বছরে বালুধুম বিলের পানি নিঃস্কাশনের জন্য এর খনন কাজে হত দরিদ্র কর্মসূচি প্রকল্পে ৬৯ জন শ্রমিকের অনুকূলে পাঁচ লক্ষ বায়ান্ন হাজার (৫’৫২’০০০) টাকা কারসাজি করেন।
২০১৮-১৯ অর্থ বছরে হত দরিদ্র কর্মসূচির অধীনে উদমারা হইতে চরপক্ষী খাল পুন: খননে বিধি বহির্ভূতভাবে চেয়ারম্যান নিজেই সভাপতি হয়ে ৪৪ শ্রমিকের অনুকূলে তিন লক্ষ বায়ান্ন হাজার (৩’৫২’০০০) টাকা তুলে নেন।
চেয়ারম্যান পুত্র ফয়সলের নামে ন্যায্য মুল্যের চাউলের ডিলারশীপ দিয়ে দুর্নীতি করার অভিযোগে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে ধৃত হয়ে ৫০,০০০ টাকা জরিমানা প্রদান।
পরিষদের মাত্র তিনজন সদস্যকে পর্যায়ক্রমে সকল ওয়ার্ডের প্রকল্প কমিটির সভাপতি দেখাইয়া ৯টি ওয়ার্ডের প্রকল্পে কাজ করে টাকা উত্তোলন।
এক ওয়ার্ডের কাজ পছন্দের অন্য ওয়ার্ডের সদস্য দ্বারা করানো।
ঘর বিতরণে ভূমিহীনদের নিকট থেকে কৌশলে ২০/৩০ হাজার টাকা করে আদায় করা।
সকল সদস্যদের নিয়ে মাসিক মিটিং যথা সময়ে না করা।
বিধবা ভাতা, ভিজিএফ, ভিজিডি ও কাবিখা প্রকল্পে নয়-ছয় সহ হরেক রকমের মোট ২২ অভিযোগ আনা হয়েছে।

এসব অভিযোগের ব্যাপারে চেয়ারম্যান নাসিরউদ্দিনের নিকট তার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। কিছু লোক তার মান সম্মান নষ্ট করার জন্য উদ্দেশ্য মূলক ষড়যন্ত্র করে চলেছে।