সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরে স্বাধীনতা যুদ্ধে শহীদ আবুসাঈদ”স্বরণে, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার তোফায়েল আহমেদের ” লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার নব নির্বাচিত কার্যকরি কমিটির সদস্য বৃন্দের র্পুনাঙ্গ তালিকা লক্ষ্মীপুরে পারিবারিক কলহে ঘরে আগুন দুই সন্তানের মৃত্যু, স্ত্রী দগ্ধ লক্ষ্মীপুরে শেয়ার হোল্ডারের মৃত্যুতে আলিফ-মীম হাসপাতাল কর্তৃক আর্থিক অনুদান চাঁদপুর-৩ আসনে নৌকার পক্ষে মনোনয়নপত্র নিলেন সুজিত রায় নন্দী আইনজীবী সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার নির্বাচনে মোঃ নাহিদ যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্বামী-স্ত্রীর উপর সন্ত্রাসী হামলা লক্ষ্মীপুরে অসহায়দের মধ্যে বিনামূল্যে ঢেউটিন, চেক ও হুইলচেয়ার বিতরণ করেন সাংসদ নুরউদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক বিনু সকলের কাছে দোয়া প্রার্থনা করছেন লক্ষ্মীপুর সদরে প্রানে হত্যার ভয়ভীতি দেখিয়ে স্ট্যাম্প, চেক ও আইডি কার্ড ছিনতাই, কোর্টে মামলা লক্ষ্মীপুরে বিএনপি নেতা ট্রাংক মানিক সহ ৩ জনের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা জিয়া, এরশাদের আমলে দেশের উন্নয়ন হয়নি, শেখ হাসিনা উন্নয়ন করেছেন : মন্ত্রী তাজুল ইসলাম রামগঞ্জে মন্দিরের সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেয়ায় এলাকায় সনাতনী সম্প্রদায়ের ক্ষোভ লক্ষ্মীপুরের রামগঞ্জ অভয় পাটোয়ারী বাড়ির গৌড় মন্দিরের সিমানা প্রাচির নিয়ে দন্দ,অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা লক্ষ্মীপুর -৩ সদর আসনের নির্বাচনে অনিয়ম রোধে অনুসন্ধান কমিটি
লক্ষ্মীপুরের রায়পুরে অভিভাবকহীন আওয়ামী রাজনীতি

লক্ষ্মীপুরের রায়পুরে অভিভাবকহীন আওয়ামী রাজনীতি

ভিবি নিউজ-ক্ষমতা দীর্ঘমেয়াদী হওয়ায় দলীয় নেতারা পদ ছাড়তে নারাজ, দলের প্রতি আনুগত্য নেই। ঐক্যহীন নেতাদের সাথে কর্মীরা নেই। কর্মীহীন নেতারা তাদের অফিস কেন্দ্রীক রাজনীতিতেই সীমাবদ্ধ। রাজনৈতিক দূর্বৃত্তায়নের কারনে নীতিবান নেতারা মুখ ফিরিয়ে নিয়েছে। রাজনৈতিক চর্চা না থাকায় দ্বিতীয় সারির নেতারা নিস্ক্রিয়, সুবিধাহীন ছাত্র-যুব রাজনীতি আহবায়ক কমিটির মধ্যেই সীমাবদ্ধ, নের্তৃস্থানীয় ২/৪ জন টেন্ডারবাজী করে বড়লোক। নির্বাচনকে টার্গেট করে শুধু ব্যক্তিগত পাল্লা ভারী করার চেষ্টা নেতাদের। সৎ-শিক্ষিত লোক রাজনীতিতে না আসায়, মূর্খ-মাদকসেবীরা সহযোগী সংগঠনে ঢুকে পড়ছে। এই মুহুর্তে ১৭ বছরের পুরনো উপজেলা আওয়ামীলীগের কমিটি ভেঙ্গে নতুন কাউন্সিল দেয়া হোক, ৭ বছরের পৌর আওয়ামীলীগের আহবায়ক কমিটি ঙেঙ্গে কাউন্সিল দেয়া হোক। টেন্ডারবাজ, চাঁদাবাজ, মাদকসেবী নেতাদের বয়কট করা হোক, সহযোগী সংগঠন থেকে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের তালিকা করে আইনে সোপর্দ করা হোক।

উপরোক্ত বিষয়ে লক্ষ্মীপুর জেলা জজ আদালতের সিনিয়র আইনজীবী মনজুর আহমেদ তিতু বলেন,দলীয় নেতারা স্বচ্ছ না হলে হাজার কমিটি হলেও লাভ নেই,তাদের মন মতো লোকজনদেরকে বিভিন্ন পোষ্টে বসিয়ে রেখে দলকে তাদের সুবিধা মত পরিচালনা এবং প্রয়োজন মত ব্যবহার করে।

এই বিষয়ে রায়পুর পৌর আওয়ামিলীগের আহবায়ক কাজি জামশেদ কবির বাক্কি বিল্লাহ বলেন, পৌর আঃলীগ,আহবায়ক কমিটি ০৭ বছর। ওয়ার্ড সম্মেলন শেষ করার পরেও পৌর সম্মেলন দেয় না। উল্টো এই আহবায়ক কমিটি ভেঙে, আরেকটি আহবায়ক কমিটি করতে চেয়েছিলেন।

পীরজাদা মোঃ মাসুদ হোসাইন
সাংবাদিকতা ও গনযোগাযোগ বিষয়ক সম্পাদক,
লক্ষীপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ।