লক্ষ্মীপুরের রামগতিতে বিশ্বে শান্তি কামনায় মহা- নামযজ্ঞানুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরন
- আপডেটের সময়
Saturday, January 23, 2021
-
145 কতজন পড়েছেন
- ভাস্কর মজুমদার(লক্ষ্মীপুর) কমলনগর প্রতিনিধি- সারা বিশ্বে করোনা কান্তি লগ্নে শান্তি কামনায় লক্ষ্মীপুরের রামগতি থানার অন্তর্গত পৌর ৩ নং ওয়ার্ডর ডাক্তার জন্টু দাসের বাড়িতে শ্রীশ্রী মহানামযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শ্রীহরি ভূষণ দাসের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১৬ প্রহর ব্যাপী মহানামযজ্ঞনুষ্ঠান চলছে রামগতি পৌর সভায়। নিজস্ব অর্থায়নে ৭ই মাঘ ১৪২৭ বাংলা ২১ই জানুয়ারী হইতে ২৩ জানুয়ারি ২০২১ইং রোজ শনিবার পর্যন্ত মহা নামযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জানাযায় গত বৃহস্পতিবার ২১ জানুয়ারি সন্ধ্যা ৭.০০ঘটিকায় শ্রীমদ্ভাগবত পাঠ ও অধিবাস কীর্তনের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়।

২৩ই জানুয়ারী ২০২১ইং শনিবার নামকীর্তন ও মহাপ্রসাদ বিতরন কর্মসূচি চলেছে। উক্ত মহানামযজ্ঞ অনুষ্ঠান নিবেদনে পিন্টু দাস ডাক্তার, জন্টু দাস ও গীতা রানী দাস সহ পরিবার বর্গ সকলের নিকট মহা প্রসাদ গ্রহন করার জন্য আগত ভক্তমন্ডলীর নিকট অনুরোধ করেন।