লক্ষ্মীপুরের রামগঞ্জ সোনাপুর চৌরাস্তা চীতষি রোডের দুপাশের ব্যবসায়ীরা মানছে না লকডাউন

বিশেষ প্রতিনিধি – রামগঞ্জ উপজেলার সোনাপুর চৌরাস্তা চীতষি রোডের উভয় পাশের দোকান ঘরের ব্যবসায়ীরা সারা বিশ্বে আতঙ্কিত মহামারী করোনাভাইরাস সঙ্কটে, ভাইরাস কে প্রতিহত করার লক্ষ্যে মানুষ কে ঘরে থাকার জন্য বলা হলেও তারা না মানায় প্রশাসনের হস্তক্ষেপে (আইনি পদক্ষেপে) লকডাউন ঘোষণা করা হয়।

আমাদের এপ্রতিবেদক সরজমিন ঘুরে এসে জানান,
সোনাপুর চোরাস্তা চীতষি রোড রামগঞ্জে মোস্তফা বেডিং স্টোর, স্টার বস্ত্র বিতান এন্ড টেইলার্স, আমেনা গার্মেন্টস এন্ড পোশাক হাউজ, বিসমিল্লাহ ইলেকট্রিক, ভূইয়া স্যানেটারী সহ গলির উভয় পাশ্বের দোকান পাট খোলা থাকার কারনে প্রতিনিয়ত জনসমাগম হয়েই যাচ্ছে। প্রশাসনের জারিকৃত লকডাউন করার পরেও মানছেনা ব্যবসায়ীরা।
জানাযায় গতকাল রাত ১১ ঘটিকায় লক্ষ্মীপুর সদরে অঙ্গশোভা শপিংমলে জেলাপ্রশাসনের অভিযানে কর্তৃপক্ষকে নাজেহাল হতে হয়।
বিষয়টি রামগঞ্জ উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এলাকার সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *