সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরের রায়পুরে ৫৫ পিচ ইয়াবা টেবলেট সহ ওয়ারেন্ট ভুক্ত ২ জন, মাদক কারবারি ১ জন গ্রেপ্তার মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া এমরানের পাশে জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ লক্ষ্মীপুর এক খালে মিললো যুবকের লাশ ঘটনাস্থল পরির্দশন করলেন পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ কোন ধরনের অপ্রিতিকরসমস্যা ছাড়াই শেষ হলো মেডিক্যাল ভর্তি পরীক্ষা লক্ষ্মীপুরে চায়ের দোকানে আগুনে পুড়ে একজনের মৃত্যু লক্ষ্মীপুরের রামগঞ্জে অভয় পাটোয়ারী বাড়ির সার্বজনীন দূর্গা ও গৌর মন্দিরের রাস্তা অবরোধ করে পাকা ভবন নির্মানের অভিযোগ লক্ষ্মীপুরের রায়পুরে জাল দলিল সৃজন করে ভাইয়ের সম্পত্তি ভোগ করার অভিযোগ, ভাইদের মাঝে ক্ষোভ লক্ষ্মীপুরে সেই শিশুর মায়ের সন্ধান পেয়ে ফেসবুকে যা লিখেছেন এসপি মাহফুজ্জামান লক্ষ্মীপুরের রায়পুর চরবংশি বাজার সংলগ্ন সরকারি খালের উপর অবৈধভাবে ব্রীজ তৈরি করে সুমন, এলাকায় জনমনে ক্ষোভ লক্ষ্মীপুরে পুলিশ কনস্টেবল ৬৬ পদে ২০৯২ প্রার্থীর প্রতিযোগিতা শুরু লক্ষ্মীপুরে শর্টপিচ ক্রিকেটে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জামতলী মিজি বাড়ী একাদশ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাত দফা দাবী আদায়ে গণসমাবেশ লক্ষ্মীপুরে কনস্টেবল নিয়োগ বিষয়ে পুলিশ সুপার মাহফুজ্জামানের সচ্চতা ও দিকনির্দেশনা লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত
লক্ষ্মীপুরের রামগঞ্জ করপাড়া থেকে জুয়া আইনে ৬ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ

লক্ষ্মীপুরের রামগঞ্জ করপাড়া থেকে জুয়া আইনে ৬ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ

লক্ষ্মীপুর থেকে ভি বি রায় চৌধুরী – লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৮ নং করপাড়া ইউনিয়নের ভিটিয়াল পুর গ্রামের তিন জন, পূর্ব করপাড়া গ্রামের ১ জন, চাটখিলের শিবপুর গ্রামের ১জন ও চাটখিলের শাহাপুর হাজি বাড়ির ১ জন সহ মোট ৬ জন জুয়াড়ি কে জুয়া খেলার স্থল থেকে গ্রেপ্তার করে রামগঞ্জের থানাপুলিশ।

জানা যায় ২২ মার্চ রাতে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বিশ্বস্ত সূত্রে জুয়ার আসর বসার খবর পেয়ে তাৎক্ষণিক থানা পুলিশ পাঠিয়ে জুয়ার আলামত সহ ৬ জন কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তার কৃত আসামিরা হলো মো: শিবলু হোসেন(২৫) পিতা মৃত সৈয়দ আহম্মদ সাং- ভাটিয়ালপুর চুনু পাটোয়ারি বাড়ি, মোঃ নুরুল আলম(৪৬) পিতা মৃত খোরশেধ আলম, সাং-ভাটিয়ালপুর বড় জমদার বাড়ি,মোঃ মোশারফ হোসেন,পিতা মোঃ হোসেন, সাং- ভাটিয়ালপুর বড় জমাদার বাড়ি, মোঃ আরমান হোসেন (৩২) পিতা মৃত মোঃ সেলিম,সাং-পূর্ব করপাড়া সেরাজ পন্ডিত বাড়ি, সর্ব সাং- রামগঞ্জ, জেলা-লক্ষ্মীপুর।
মোঃ রাহার (৪০) পিতা নুরুল আমীন,সাং- শীবপুর লদের বাড়ি, চাটখিল ও মোঃ মামুন (৩৪) পিতা আব্দুর রশিদ, সাং শাহাপুর হাজিবাড়ি, উভয় থানা চাটখিল, জেলা -নেয়াখালী।
এই বিষয়ে রামগঞ্জ থানা পরিদর্শক মোঃ এমদাদুল হকের নিকট জানতে চাইলে তিনি বলেন জুয়া খেলার সরঞ্জাম সহ তাদের ২২ মার্চ রাতে গ্রেপ্তার করে ২৩ মার্চ সকালে লক্ষ্মীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।