লক্ষ্মীপুর থেকে ভি বি রায় চৌধুরী – লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৮ নং করপাড়া ইউনিয়নের ভিটিয়াল পুর গ্রামের তিন জন, পূর্ব করপাড়া গ্রামের ১ জন, চাটখিলের শিবপুর গ্রামের ১জন ও চাটখিলের শাহাপুর হাজি বাড়ির ১ জন সহ মোট ৬ জন জুয়াড়ি কে জুয়া খেলার স্থল থেকে গ্রেপ্তার করে রামগঞ্জের থানাপুলিশ।
জানা যায় ২২ মার্চ রাতে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বিশ্বস্ত সূত্রে জুয়ার আসর বসার খবর পেয়ে তাৎক্ষণিক থানা পুলিশ পাঠিয়ে জুয়ার আলামত সহ ৬ জন কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তার কৃত আসামিরা হলো মো: শিবলু হোসেন(২৫) পিতা মৃত সৈয়দ আহম্মদ সাং- ভাটিয়ালপুর চুনু পাটোয়ারি বাড়ি, মোঃ নুরুল আলম(৪৬) পিতা মৃত খোরশেধ আলম, সাং-ভাটিয়ালপুর বড় জমদার বাড়ি,মোঃ মোশারফ হোসেন,পিতা মোঃ হোসেন, সাং- ভাটিয়ালপুর বড় জমাদার বাড়ি, মোঃ আরমান হোসেন (৩২) পিতা মৃত মোঃ সেলিম,সাং-পূর্ব করপাড়া সেরাজ পন্ডিত বাড়ি, সর্ব সাং- রামগঞ্জ, জেলা-লক্ষ্মীপুর।
মোঃ রাহার (৪০) পিতা নুরুল আমীন,সাং- শীবপুর লদের বাড়ি, চাটখিল ও মোঃ মামুন (৩৪) পিতা আব্দুর রশিদ, সাং শাহাপুর হাজিবাড়ি, উভয় থানা চাটখিল, জেলা -নেয়াখালী।
এই বিষয়ে রামগঞ্জ থানা পরিদর্শক মোঃ এমদাদুল হকের নিকট জানতে চাইলে তিনি বলেন জুয়া খেলার সরঞ্জাম সহ তাদের ২২ মার্চ রাতে গ্রেপ্তার করে ২৩ মার্চ সকালে লক্ষ্মীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।