লক্ষ্মীপুরের রামগঞ্জে অভয় পাটোয়ারী বাড়ির সার্বজনীন দূর্গা ও গৌর মন্দিরের রাস্তা অবরোধ করে পাকা ভবন নির্মানের অভিযোগ

ভিবি নিউজ ডেস্ক- লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ পৌর সভার অভয় পাটোয়ারী বাড়ির সার্বজনীন দূর্গা ও গৌর মন্দিরের রাস্তা অবরোধ করে পাকা ভবন নির্মানের অভিযোগ উঠেছে।


অভিযোগ সূত্রে জানাযায় পৌর সভার ৯ নং ওয়ার্ডে অবস্থিত অভয় পাটোয়ারী বাড়ির গীতা রানী রয়ের স্বামী রথি রঞ্জন পাটোয়ারী ৬ শতাংশ জমিন ক্রয় সূত্রে মালিক হইয়া পাকা দালান নির্মান করার সময়ে মন্দির কমিটি বাধা প্রদান করে। পরবর্তীতে উভয় পক্ষের সিদ্ধান্ত মোতাবেক একতলা ছাদ পরিমান কাজ হওয়ার পর পুনরায় আবারো তর্ক বাধে। দূর্গা ও গৌর মন্দিরের সামনে এভাবে সানসেট দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এলাকার সনাতনী গৌর ভক্তদের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে বলে সরজমিন ঘুরে এসে আমাদের এপ্রতিবেদক জানান।

সার্বজনীন দূর্গা ও গৌর মন্দির কমিটির সভাপতি বাবু অভয় রাম কৃষ্ণ বলেন দালানের সানসেট মন্দিরের প্রায় পাঁচ ফিট রাস্তার উপর চলে এসেছে। যার কারনে বাহির থেকে মন্দিরটি দেখাই যায় না। এই বিষয়ে আমরা রামগঞ্জ পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী নিকট অভিযোগ দিয়েছি। তিনি সার্ভেয়ার ও ইঞ্জিনিয়ার পাঠিয়ে পরিমাপ করে প্রয়োজনীয় ব্যাবস্থা নিবেন বলে আমাদের জানান।
এই বিষয়ে ভবনের মালিক রথি রঞ্জন রায়ের নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,ভবন নির্মানের কাজ কমিটির সাথে আলোচনার মাধ্যমেই করেছি, কমিটি কে বলেন আদালতের মাধ্যমে আমার ইমারত নির্মানের কাজ বন্ধ করতে।
বিষয়টি নিয়ে রামগঞ্জের পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারীর নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি তর্কিত জায়গায় গিয়েছি,সমঝোতা করার জন্য বলেছি। অন্যথা (আইনঅনুযায়ী) অফিসিয়াল ব্যাবস্থা নিবো।

উপরোক্ত বিষয়ে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মীরার নিকট জানতে চাইলে তিনি বলেন,এই ব্যাপারে এখন পর্যন্ত কেহই আমার নিকট কোন অভিযোগ করেন নি। অভিযোগ করলে আইনঅনুযায়ী প্রয়োজনীয় ব্যাবস্থা নিবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *