সংবাদ শিরোনামঃ
জনগনের সুস্বাস্থ্যের জন্য চাই নিরাপদ খাদ্য রায়পুরে  সন্ত্রাসী তান্ডব চালিয়ে লুটপাট ও মাছ ঘাট দখলের অভিযোগ লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজার ইউনিয়ন বিএনপির মাধ্যমে পানিবন্ধীদের ত্রান বিতরন পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন “ লক্ষ্মীপুরে কলেজ অধ্যক্ষের অপসারণ চেয়ে শিক্ষক- কর্মচারীদের বিক্ষোভ বাংলাদেশের মুমূর্ষু শিশু শুভমকে নতুন জীবন দিয়েছেন ভারতের ডাঃ সঞ্জীব দেববর্মণ কোটা আন্দোলনে মৃত্যুর সংখ্যা সম্পর্কে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে লক্ষ্মীপুরে সরকারি ঔষধ ফার্মেসিতে! এযেন সর্ষের মধ্যে “ভুত “ লক্ষ্মীপুরে কিশোর অপরাধ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত অবশেষে লক্ষ্মীপুরে বাল্য বিবাহ রোধে অগ্রনী ভূমিকা রাখলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জোবায়েদা খানম শিমুল সাহা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত লক্ষ্মীপুরে গ্রামীন সড়কে ড্রামট্রাকে  মেম্বারের বালু ব্যবসা, জানতে চাইলে সাংবাদিকদের চাঁদাবাজি মামলা দেয়ার হুমকি রায়পুরে কিশোরী অপহরণ মামলায় দীপেন ও জহির গ্রেপ্তার  লক্ষ্মীপুর পৌরসভার সড়কের পাশে আবর্জনার স্তূপ, নির্গত দুর্গন্ধ ও ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ লক্ষ্মীপুরে শিক্ষক- শিক্ষিকার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ
লক্ষ্মীপুরের রামগঞ্জে অভয় পাটোয়ারী বাড়ির সার্বজনীন দূর্গা ও গৌর মন্দিরের রাস্তা অবরোধ করে পাকা ভবন নির্মানের অভিযোগ

লক্ষ্মীপুরের রামগঞ্জে অভয় পাটোয়ারী বাড়ির সার্বজনীন দূর্গা ও গৌর মন্দিরের রাস্তা অবরোধ করে পাকা ভবন নির্মানের অভিযোগ

ভিবি নিউজ ডেস্ক- লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ পৌর সভার অভয় পাটোয়ারী বাড়ির সার্বজনীন দূর্গা ও গৌর মন্দিরের রাস্তা অবরোধ করে পাকা ভবন নির্মানের অভিযোগ উঠেছে।


অভিযোগ সূত্রে জানাযায় পৌর সভার ৯ নং ওয়ার্ডে অবস্থিত অভয় পাটোয়ারী বাড়ির গীতা রানী রয়ের স্বামী রথি রঞ্জন পাটোয়ারী ৬ শতাংশ জমিন ক্রয় সূত্রে মালিক হইয়া পাকা দালান নির্মান করার সময়ে মন্দির কমিটি বাধা প্রদান করে। পরবর্তীতে উভয় পক্ষের সিদ্ধান্ত মোতাবেক একতলা ছাদ পরিমান কাজ হওয়ার পর পুনরায় আবারো তর্ক বাধে। দূর্গা ও গৌর মন্দিরের সামনে এভাবে সানসেট দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এলাকার সনাতনী গৌর ভক্তদের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে বলে সরজমিন ঘুরে এসে আমাদের এপ্রতিবেদক জানান।

সার্বজনীন দূর্গা ও গৌর মন্দির কমিটির সভাপতি বাবু অভয় রাম কৃষ্ণ বলেন দালানের সানসেট মন্দিরের প্রায় পাঁচ ফিট রাস্তার উপর চলে এসেছে। যার কারনে বাহির থেকে মন্দিরটি দেখাই যায় না। এই বিষয়ে আমরা রামগঞ্জ পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী নিকট অভিযোগ দিয়েছি। তিনি সার্ভেয়ার ও ইঞ্জিনিয়ার পাঠিয়ে পরিমাপ করে প্রয়োজনীয় ব্যাবস্থা নিবেন বলে আমাদের জানান।
এই বিষয়ে ভবনের মালিক রথি রঞ্জন রায়ের নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,ভবন নির্মানের কাজ কমিটির সাথে আলোচনার মাধ্যমেই করেছি, কমিটি কে বলেন আদালতের মাধ্যমে আমার ইমারত নির্মানের কাজ বন্ধ করতে।
বিষয়টি নিয়ে রামগঞ্জের পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারীর নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি তর্কিত জায়গায় গিয়েছি,সমঝোতা করার জন্য বলেছি। অন্যথা (আইনঅনুযায়ী) অফিসিয়াল ব্যাবস্থা নিবো।

উপরোক্ত বিষয়ে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মীরার নিকট জানতে চাইলে তিনি বলেন,এই ব্যাপারে এখন পর্যন্ত কেহই আমার নিকট কোন অভিযোগ করেন নি। অভিযোগ করলে আইনঅনুযায়ী প্রয়োজনীয় ব্যাবস্থা নিবো।


© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Developer: Tanveer Hossain Munna, Email : tanveerhmunna@gmail.com