ভি বি রায় চৌধুরী-লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বিশিষ্ট প্রতাপশালী ব্যক্তিত্ব স্বর্গীয় ভূবনশ্বর রায়ের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ রায়গঞ্জের নিজ বাসভবনে ধর্মীয় রীতিনীতি বজায় রেখে (করোনা কান্তিলগ্নে) অনারাম্ভর ভাবে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাবু ভূবনশ্বর রায় গত ২৬ এপ্রিল ২০১৬ ইং সনে পৃথিবীর মায়া কাটিয়ে পরলোকে গমন করেছেন। মৃত্যু কালে তিনি পাঁচ মেয়ে, নাতি, নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী আত্মীয় স্বজন রেখে জান।
তাঁর মৃত্যুতে বড় মেয়ের ঘরের জামাতা ভাস্কর বসু রায় চৌধুরী স্বর্গীয় দাদু ভূবনশ্বর রায় এর পারলৌকিক আত্মার শান্তির জন্য সকল আত্মীয় স্বজন ও পাড়াপড়শি দের নিকট আশির্বাদ/ দোয়া কামনা করেন।