সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরে স্বাধীনতা যুদ্ধে শহীদ আবুসাঈদ”স্বরণে, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার তোফায়েল আহমেদের ” লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার নব নির্বাচিত কার্যকরি কমিটির সদস্য বৃন্দের র্পুনাঙ্গ তালিকা লক্ষ্মীপুরে পারিবারিক কলহে ঘরে আগুন দুই সন্তানের মৃত্যু, স্ত্রী দগ্ধ লক্ষ্মীপুরে শেয়ার হোল্ডারের মৃত্যুতে আলিফ-মীম হাসপাতাল কর্তৃক আর্থিক অনুদান চাঁদপুর-৩ আসনে নৌকার পক্ষে মনোনয়নপত্র নিলেন সুজিত রায় নন্দী আইনজীবী সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার নির্বাচনে মোঃ নাহিদ যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্বামী-স্ত্রীর উপর সন্ত্রাসী হামলা লক্ষ্মীপুরে অসহায়দের মধ্যে বিনামূল্যে ঢেউটিন, চেক ও হুইলচেয়ার বিতরণ করেন সাংসদ নুরউদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক বিনু সকলের কাছে দোয়া প্রার্থনা করছেন লক্ষ্মীপুর সদরে প্রানে হত্যার ভয়ভীতি দেখিয়ে স্ট্যাম্প, চেক ও আইডি কার্ড ছিনতাই, কোর্টে মামলা লক্ষ্মীপুরে বিএনপি নেতা ট্রাংক মানিক সহ ৩ জনের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা জিয়া, এরশাদের আমলে দেশের উন্নয়ন হয়নি, শেখ হাসিনা উন্নয়ন করেছেন : মন্ত্রী তাজুল ইসলাম রামগঞ্জে মন্দিরের সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেয়ায় এলাকায় সনাতনী সম্প্রদায়ের ক্ষোভ লক্ষ্মীপুরের রামগঞ্জ অভয় পাটোয়ারী বাড়ির গৌড় মন্দিরের সিমানা প্রাচির নিয়ে দন্দ,অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা লক্ষ্মীপুর -৩ সদর আসনের নির্বাচনে অনিয়ম রোধে অনুসন্ধান কমিটি
লক্ষ্মীপুরের দালাল বাজারে আলিফ -মীম হাসপাতালের উদ্ধোধন ?

লক্ষ্মীপুরের দালাল বাজারে আলিফ -মীম হাসপাতালের উদ্ধোধন ?

মিজানুর শামিমঃ

লক্ষ্মীপুরের দালালবাজারে একটি বেসরকারি হাসপাতাল উদ্ধোধন লক্ষ্যে বৃহস্পতিবার এক আলোচনা অনুষ্ঠান হয়। ১২ নভেম্বর সকাল দশটায় সদর উপজেলার উপশহর দালাল বাজারের পশ্চিম মাথা তেমুহনী সংলগ্ন আলিফ-মীম টাওয়ারে “আলিফ-মীম হাসপাতাল প্রাঃ লিঃ” নামে হাসপাতালটি চালুর অপেক্ষায় রয়েছে।

অনুষ্ঠান শুরুতে কোরআন তেলোয়াত করেন- কাব হোসেন আদিব।

জানা যায়, আগামী ১ জানুয়ারী সম্ভাব্য ৫০ বেডের এ হাসপাতালে সকল ধরনের চিকিৎসা সেবা কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানান এর ব্যবস্হাপনা পরিচালক আমির হোসেন।

এতে দক্ষিণ হামছাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরনবী চৌধুরী।

দালাল বাজার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইফতেখার আরিপের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, দালাল বাজার ডিগ্রি কলেজের প্রিন্সিপাল শাহ আলম, দালাল বাজার কলেজের শিক্ষক- রেজাউল করিম, সাবেক মৎস্য কর্মকর্তা- রুহুল আমিন মিয়া, চিকিৎসক- মহিউদ্দিন (রামগঞ্জ), নন্দনপুর দাখিল মাদ্রাসার সুপারইনটেন্ডেন্ট মাওলানা আতিকুর রহমান, সমাজ সেবক- আজাদ কবির রানু, সমাজ সেবক ও রাজনীতিবিদ- একেএম ফরিদউদ্দিন, জেলা পরিষদ সদস্য- সাখাওয়াত হোসেন আরিফ, দালাল বাজার ড্রাগিষ্ট এন্ড কেমিস্ট সমিতির সাধারণ সম্পাদক ও পল্লি চিকিৎসক- গোবিন্দ অধিকারী, সমাজ সেবক- আবদুর রহমান, দক্ষিণ হামছাদী ইউনিয়ন যুবলীগ নেতা- নিজামউদ্দিন রনি, সমাজ সেবক- তাজুল মোল্লা, মহাদেবপুর মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার- মিজানুর রহমান,

উপস্হিত ছিলেন, বাংলাদেশ নৌবাহিনীর সাবেক কর্মকর্তা- আবুল খায়ের, লক্ষ্মীপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক- সাইফুল ইসলাম স্বপন, লক্ষ্মীপুর সাংবাদিক কল্যান সংস্হার সভাপতি ও দৈনিক জনতার স্টাফ রিপোর্টার ভাস্কর বসু রায় চৌধুরী, সবুজ জমিন সম্পাদক- আফজাল হোসেন সবুজ, বাংলার মুকুলের বার্তা সম্পাদক- মিজানুর শামীম, সাংবাদিক- কামাল মাস্টার, সাংবাদিক মুজাহিদ, আমজাদ হোসেন, দালালবাজার ইউনিয়ন ছাত্রলীগ সম্পাদক- অপু চৌধুরী, ছাত্রদল নেতা- আবদুর রহমানসহ এলাকার বিপুল সংখ্যক সাধারন জনগণ।

আলিফ-মীম হাসপাতালের প্রধান উপদেষ্টা হিসেবে জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও বীরমুক্তিযোদ্ধা- নুরনবী চৌধুরী। উপদেষ্টা মন্ডলীর সদস্য থাকছেন বিশিষ্ট সমাজ সেবক- সৈয়দ আবুল কাশেম, দক্ষিণ হামছাদি ইউপি চেয়ারম্যান- মীর শাহআলম, রসুলগঞ্জ ইউপি চেয়ারম্যান- কবির পাটোয়ারী, সমাজ সেবক- মোঃ তোহা মিঞা, দালাল বাজার ইউপি চেয়ারম্যান- কামরুজ্জামান সোহেল, উত্তর হামছাদি ইউপি চেয়ারম্যান- এমরান হোসেন নান্নু, সমাজসেবক- রাধারমন বৈষ্ণব, বিশিষ্ট ব্যবসায়ী- আলহাজ্ব লোকমান পাটোয়ারী, সমাজসেবক- রুহুল আমিন, সমাজসেবক ও রাজনীতিবিদ- একেএম ফরিদ।

অনুষ্ঠান শেষে উপস্থিত থাকার জন্য সকলকে শুভেচ্ছা জানিয়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আমির হোসেন বলেন, আলিফ-মীম হাসপাতালের মালিকানার ৫০,০০০/- টাকা (প্রতিটি) করে শেয়ার বিক্রি চলছে। প্রায় এক হাজার শেয়ার ছাড়া হবে। এক নামে দশটির বেশি শেয়ার বিক্রি করা হবে না।
তিনি আরো বলেন, আশাকরি সকলের যথাযথ সহযোগিতা নিয়ে আলিফ-মীম হাসপাতালটিকে একটি উন্নত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারবো।⇔