সংবাদ শিরোনামঃ
মানবতার সেবক নিউজিল্যান্ডের অধিবাসী ৭৪ বছর বয়সী ডাক্তার এড্রিক বেকার পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব হিসাবে মোহাম্মদ নুরজ্জামানের যোগদান লক্ষ্মীপুরে কর্মী ও জনবান্ধব নেতা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট নুরউদ্দিন লক্ষ্মীপুরের কমলনগরে জনপ্রিয়তার শীর্ষে আ’লীগ নেতা মোঃ নিজাম উদ্দিন লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ঘোষণা শ্রেষ্ঠ ওসি মোসলেহ্ উদ্দিন,শ্রেষ্ঠ টিআই সাজ্জাদ কবির বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কর্তৃক চট্রগ্রাম উত্তর জেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজারে একটি পুলিশ তদন্ত কেন্দ্র আবশ্যক, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এলাকা বাসির দাবী লক্ষ্মীপুরের কৃতিসন্তান আনোয়ারুল হক ছলেমা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান কামাল ফার্মারের ৫১ তম জন্মদিনে তিনি সকলের আশির্বাদ /দোয়া প্রার্থী পশ্চিম লক্ষ্মীপুরের কবির হোসেন কে হুমকি ধমকি দেওয়ায় রুবেল পাটোয়ারী গং দের বিরুদ্ধে সাধারন ডায়রি লক্ষ্মীপুরে মোখার পরিস্থিতি অবলোকনে উপকূলীয় অঞ্চলে পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ লক্ষ্মীপুরে ডাবল মার্ডার মামলায় জিহাদীকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশ সুপারের প্রেস  ব্রিফিং রামগঞ্জে বোনের বাল্যবিয়ের প্রতিবাদ করায় ভাই কারাগারে? রামগঞ্জে বোনের বাল্যবিয়ের প্রতিবাদ করায় ভাই কারাগারে? লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারে বিকাশ সরকার কে রক্তাক্ত জখম করার বিষয়ে সোহাগের বিরুদ্ধে থানায় অভিযোগ লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে ছোট ভাইয়ের বৌকে যৌন হয়রানি করার বিরুদ্ধে ভাসুর দীপনেরৃ প্রতিবাদ
লক্ষ্মীপুরের দালাল বাজারে আলিফ -মীম হাসপাতালের উদ্ধোধন ?

লক্ষ্মীপুরের দালাল বাজারে আলিফ -মীম হাসপাতালের উদ্ধোধন ?

মিজানুর শামিমঃ

লক্ষ্মীপুরের দালালবাজারে একটি বেসরকারি হাসপাতাল উদ্ধোধন লক্ষ্যে বৃহস্পতিবার এক আলোচনা অনুষ্ঠান হয়। ১২ নভেম্বর সকাল দশটায় সদর উপজেলার উপশহর দালাল বাজারের পশ্চিম মাথা তেমুহনী সংলগ্ন আলিফ-মীম টাওয়ারে “আলিফ-মীম হাসপাতাল প্রাঃ লিঃ” নামে হাসপাতালটি চালুর অপেক্ষায় রয়েছে।

অনুষ্ঠান শুরুতে কোরআন তেলোয়াত করেন- কাব হোসেন আদিব।

জানা যায়, আগামী ১ জানুয়ারী সম্ভাব্য ৫০ বেডের এ হাসপাতালে সকল ধরনের চিকিৎসা সেবা কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানান এর ব্যবস্হাপনা পরিচালক আমির হোসেন।

এতে দক্ষিণ হামছাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরনবী চৌধুরী।

দালাল বাজার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইফতেখার আরিপের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, দালাল বাজার ডিগ্রি কলেজের প্রিন্সিপাল শাহ আলম, দালাল বাজার কলেজের শিক্ষক- রেজাউল করিম, সাবেক মৎস্য কর্মকর্তা- রুহুল আমিন মিয়া, চিকিৎসক- মহিউদ্দিন (রামগঞ্জ), নন্দনপুর দাখিল মাদ্রাসার সুপারইনটেন্ডেন্ট মাওলানা আতিকুর রহমান, সমাজ সেবক- আজাদ কবির রানু, সমাজ সেবক ও রাজনীতিবিদ- একেএম ফরিদউদ্দিন, জেলা পরিষদ সদস্য- সাখাওয়াত হোসেন আরিফ, দালাল বাজার ড্রাগিষ্ট এন্ড কেমিস্ট সমিতির সাধারণ সম্পাদক ও পল্লি চিকিৎসক- গোবিন্দ অধিকারী, সমাজ সেবক- আবদুর রহমান, দক্ষিণ হামছাদী ইউনিয়ন যুবলীগ নেতা- নিজামউদ্দিন রনি, সমাজ সেবক- তাজুল মোল্লা, মহাদেবপুর মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার- মিজানুর রহমান,

উপস্হিত ছিলেন, বাংলাদেশ নৌবাহিনীর সাবেক কর্মকর্তা- আবুল খায়ের, লক্ষ্মীপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক- সাইফুল ইসলাম স্বপন, লক্ষ্মীপুর সাংবাদিক কল্যান সংস্হার সভাপতি ও দৈনিক জনতার স্টাফ রিপোর্টার ভাস্কর বসু রায় চৌধুরী, সবুজ জমিন সম্পাদক- আফজাল হোসেন সবুজ, বাংলার মুকুলের বার্তা সম্পাদক- মিজানুর শামীম, সাংবাদিক- কামাল মাস্টার, সাংবাদিক মুজাহিদ, আমজাদ হোসেন, দালালবাজার ইউনিয়ন ছাত্রলীগ সম্পাদক- অপু চৌধুরী, ছাত্রদল নেতা- আবদুর রহমানসহ এলাকার বিপুল সংখ্যক সাধারন জনগণ।

আলিফ-মীম হাসপাতালের প্রধান উপদেষ্টা হিসেবে জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও বীরমুক্তিযোদ্ধা- নুরনবী চৌধুরী। উপদেষ্টা মন্ডলীর সদস্য থাকছেন বিশিষ্ট সমাজ সেবক- সৈয়দ আবুল কাশেম, দক্ষিণ হামছাদি ইউপি চেয়ারম্যান- মীর শাহআলম, রসুলগঞ্জ ইউপি চেয়ারম্যান- কবির পাটোয়ারী, সমাজ সেবক- মোঃ তোহা মিঞা, দালাল বাজার ইউপি চেয়ারম্যান- কামরুজ্জামান সোহেল, উত্তর হামছাদি ইউপি চেয়ারম্যান- এমরান হোসেন নান্নু, সমাজসেবক- রাধারমন বৈষ্ণব, বিশিষ্ট ব্যবসায়ী- আলহাজ্ব লোকমান পাটোয়ারী, সমাজসেবক- রুহুল আমিন, সমাজসেবক ও রাজনীতিবিদ- একেএম ফরিদ।

অনুষ্ঠান শেষে উপস্থিত থাকার জন্য সকলকে শুভেচ্ছা জানিয়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আমির হোসেন বলেন, আলিফ-মীম হাসপাতালের মালিকানার ৫০,০০০/- টাকা (প্রতিটি) করে শেয়ার বিক্রি চলছে। প্রায় এক হাজার শেয়ার ছাড়া হবে। এক নামে দশটির বেশি শেয়ার বিক্রি করা হবে না।
তিনি আরো বলেন, আশাকরি সকলের যথাযথ সহযোগিতা নিয়ে আলিফ-মীম হাসপাতালটিকে একটি উন্নত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারবো।⇔